শিক্ষানীতির বিরুদ্ধে বায়তুল মোকাররমে সমাবেশ
আজকে বায়তুল মোকাররমে শিক্ষানীতির বিরুদ্ধে বিশাল সমাবেশ:
‘নাস্তিক শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে’ - ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নাস্তিক শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে’ - ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নাস্তিক হওয়ায় তিনি কৌশলে পাঠ্যবইয়ের সিলেবাসে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চান। নাস্তিক এই শিক্ষামন্ত্রকে পদত্যাগ করতেই হবে। এ ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না। এই মুসলমান দেশে উনি থাকতে পারবেন না। এই শিক্ষানীতি যদি বন্ধ না করা হয়, তাহলে সরকার পতনের ডাক দেয়া হবে।’
শুক্রবার বাদ জুমা রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জাতীয় শিক্ষানীতি- ২০১০ ও শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা ইউনিভাসিটিতে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করতেন, পরে ঢাকা মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি হন। উনি আজ ইসলামের বিরুদ্ধে, ইমান আকিদার ওপরে হানা দিয়েছে।’
সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমান সিলেবাস থেকে নবী রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামগণের জীবনচরিত বাদ দিয়ে রামকৃঞ্চ ও রামায়ণের ইতিহাস সংযোজন করা হয়েছে। যা ৯২ ভাগ মুসলমানের ঈমান ও আমলে চরম আঘাত।’
চরমোনাই পীর বলেন, ‘ক্ষমতাসীন ধর্মনিরপেক্ষ মতাদর্শ বাস্তবায়নে ইসলাম ও ইসলামই একমাত্র বাধা। তাই তারা সিলেবাসের মাধ্যমে কোমলমতি শিশুদের ঈমান ধ্বংস করে হিন্দুত্ববাদে ধাবিত করতেই নাস্তিক্যবাদী শিক্ষানীতি প্রণয়ন করেছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্য বইয়ে কবিতা, প্রবন্ধ, নিবন্ধ ও গল্প মোট ১৯৩টির মধ্যে ১৩৭টিই মুসলমানদের কৃষ্টিকালচারের বাইরে, নাস্তিক ও হিন্দুত্ববাদীদের লেখা।’
তিনি বলেন, ‘গরুকে মা সম্বোধন করে কোমলমতি শিশুদের হিন্দুত্ববাদ শেখানো হচ্ছে। দেব-দেবির নামে বলি দেয়া গরু বা পাঠা হালাল বলে শিখানো হচ্ছে। এভাবে সরকারের ছত্রছায়ায় মুসলমানিত্ব ধ্বংস করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে।’
সমাবেশ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শরু হয়। মিছিলের নেতৃত্বদেন ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
No comments