Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল কমেন্ট

    বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ কমেন্ট করলো তুলু চাকমা
    বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ কমেন্টে করেছে তুলু চাকমা নামক একটি ছেলে।
    (মূল লিঙ্ক- https://goo.gl/QWvP7l, অশ্লীল কমেন্টে সেইভ লিঙ্ক :http://archive.is/aAyCp )
    তার ফেসবুক একাউন্ট ঘেটে দেখা যায়, সে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর ছাত্র এবং জা র হাদা music নামক একটি ব্যান্ডের সাথে জড়িত।
    (তুলু চাকমার ফেবু আইডির নাম-- তুষার শুভ্র চাকমা তুলু
    লিঙ্ক- https://www.facebook.com/altiar.ezio,
    সেইভ লিঙ্ক- https://archive.is/oS5HL)
    আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে
    CHT-jummaland নামক পেইজে একটি পোস্ট (http://archive.is/aAyCp ) দেওয়া হয়। সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের শুরুতে ‘শেখ’ শব্দের পরিবর্তে ‘সেক্স‘ শব্দ জুড়ে কমেন্ট করে তুলু চাকমা নামক ছেলেটি।
    তুলু চাকমা খাগড়াছড়ির ছেলে, সে ঢাকায় লেখাপড়া করে। যতদূর সম্ভব মিরপুরের সেনপাড়া পর্বতায় থাকে। তবে তার বন্ধু আশা ইউনিভার্সিটির ছাত্র রাখেশ খিসা (ফেবু আইডি-https://www.facebook.com/rakesh.khisa.7, সেইভ লিঙ্ক: http://archive.is/MSiXI, মোবাইল ফোন-01556-834187) এর কাছে জিজ্ঞেস করলে তুলু চাকমাকে ধরা আরো সহজ হবে।
    এ ব্যাপারে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, আইটি গ্রুপ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত তুলু চাকমাকে গ্রেফতার করা হোক। এভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল কটূক্তি সহ্য করা যায় না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728