রিফাত নিজ মুখেই স্বীকার করছে ঐ দিন প্রধান শিক্ষক ধর্ম নিয়ে অবমাননকর মন্তব্য করেছিলো
ঘটনার দিন হিন্দু শিক্ষক শ্যামল কান্তির নির্মম নির্যাতনের শিকার ছাত্র রিফাত নিজ মুখেই স্বীকার করছে ঐ দিন প্রধান শিক্ষক ধর্ম নিয়ে অবমাননকর মন্তব্য করেছিলো। এ মন্তব্যের ধরন তার সহপাঠীদের সাথে পুরোপুরি মিলে যায়। অথচ ৭১ টিভির সংবাদে রিফাতের মুখ দিয়ে বের করা হয়- প্রধান শিক্ষক নাকি কোন কটূক্তি করেনি।
এ ধরনের নিকৃষ্ট, জঘন্য ও বিভ্রান্তিকর সাংবাদিকতা কোন সুস্থ মানুষ করতে পারে না। তাই বিকৃতমনা, দেশদ্রোহী মিডিয়া একাত্তর টিভির লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছি।
একই সাথে বাংলাদেশের জনগণকে বলবো, যেহেতু বাংলাদেশে মিডিয়া সরাসরি জনগণ ও ধর্মের বিরুদ্ধে নগ্ন অবস্থান নিয়েছে, মিডিয়ার প্রভাব খাটিয়ে পুরো জাতিকে ভুল পথে পরিচালিত করছে, মুসলমানদের গর্তে ফেলতে চাইছে, তাই এখনই সবাই একযোগে মিডিয়াকে বর্জন করুন, ইসলাম বিদ্বেষী মিডিয়ার মুখে লাথি মারুন।। এভ্রান্ত মিডিয়াকে অনুসরণ করলে নির্ঘাত দেশ, জাতি পুরোপুরি ধ্বংস হবে।
#ইসলাম_বিদ্বেষী_মিডিয়াকে_বর্জন_করুন।
ভিডিও লিঙ্ক- https://youtu.be/gEzBk-DXzXo
No comments