একাত্তর টিভির সাংবাদিক রিফাতের মাকে হুমকি দিয়ে বক্তব্য সংগ্রহ করেছে
এবার ভূক্তভোগি ছাত্র রিফাতের মায়ের নিজ মুখ থেকেই শুনুন...
একাত্তর টিভির সাংবাদিক তাদের হুমকি দিয়ে বক্তব্য সংগ্রহ করেছে।--https://youtu.be/9MCw5F0qj3c
পাশাপাশি তারা যে সংগ্রহ করেছে, সেটাও হুবুহু প্রকাশ করেনি, লুকিয়ে-চুপিয়ে প্রকাশ করেছে।
রিফাতের মা’র পুরো বক্তব্য শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি, ঘটনার পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলো- “শিক্ষককে কান ধরে উঠ-বসের ঘটনা তদন্ত হচ্ছে”। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে পূজি করে একাত্তর টিভির সাংবাদিক পারভেজ রেজা রিফাত ও তার মাকে ভয় দেখিয়ে তাদের বক্তব্য রেকর্ড করে এবং মিথ্যা প্রতিবেদন তৈরী করে। একাত্তর টিভির মিথ্যা প্রতিবেদনের কারণে সারা দেশজুড়ে বিভ্রান্তি ও উত্তেজনা দেখা দিয়েছে। (একাত্তর টিভির কারচুপি করা সেই রিপোর্টটি দেখুন- https://youtu.be/msnKNDX74jI)
এখানে একটি বিষয় মনে রাখা উচিত- একাত্তর টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে সত্য খবর প্রকাশের জন্য, মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে দেশজুড়ে উত্তেজনা সৃষ্টির জন্য নয়। আমার মনে হয়, এই ঘটনার পর সরকারের জন্য একাত্তর টিভির লাইসেন্স বাতিল করা অবশ্য কর্তব্য হযে দাড়িয়েছে। একইসাথে মিথ্যা সংবাদের মাধ্যমে মোসাদের এজেন্ডা বাস্তবায়ন তথা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য টিভির মূল দায়িত্বপ্রাপ্তদের আইনের আওতায় এনে বিচার করা জরুরী বলে মনে হচ্ছে।
No comments