কংগ্রেসে বসে বাংলাদেশে ঢোকার চক্রান্ত আমেরিকার
মার্কিন কংগ্রেসে শুনানী চলছে,
এই শুনানীতে বাংলাদেশ বিষয়ক প্রশ্নটি উত্থাপন করে হাউজ ফরেন এফেয়ার্স কমিটির অন্যতম সদস্য কংগ্রেসম্যান স্টিভ শ্যাবোট।কংগ্রেসম্যান শ্যাবোট বলে,-" আমরা জানি বাংলাদেশ বরাবরই একটি উদারপন্থী মুসলিম দেশ হিসাবে পরিচিত কিন্তু সাম্প্রতিককালে একজন সমকামী অধিকার কর্মী এবং একজন বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর শিক্ষককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার সাথে ইসলামী চরমপন্থী জঙ্গী সংগঠন গুলোর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আপনার (ডেপুটি সেক্রেটারী অব স্টেট জনাব ব্লিনকেন) বক্তব্য আশা করছি।
এই প্রশ্নের জবাবে ডেপুটি সেক্রেটারী অব স্টেট এন্টনি ব্লিনকেন বলে-
'ধন্যবাদ এই গুরুত্বপূর্ন বিষয়টির অবতারনা করার জন্য। এটা আমাদের জন্য একটি জরুরী বিষয় । গত কয়েকমাসে বাংলাদেশে বেশ কিছু সন্ত্রাসী হামলার বিষয় ঘটেছে, বিশেষ করে অতি সম্প্রতি হত্যাকান্ড গুলোর সাথে আন্তর্জাতিক ইসলামী জঙ্গী সংগঠন আলকায়দা কিংবা ড্যাস সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনগুলোর জড়িত থাকার প্রমান পাওয়া গেছে।এমতাবস্থায় আমরা বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশে যে কোন ইসলামী চরমপন্থী গোষ্টির বিস্তার রোধ কল্পে কাজ করার পরিকল্পনা নিয়েছি " (ভিডিও দেখুন:https://youtu.be/mvGZL9bK5Go)
'ধন্যবাদ এই গুরুত্বপূর্ন বিষয়টির অবতারনা করার জন্য। এটা আমাদের জন্য একটি জরুরী বিষয় । গত কয়েকমাসে বাংলাদেশে বেশ কিছু সন্ত্রাসী হামলার বিষয় ঘটেছে, বিশেষ করে অতি সম্প্রতি হত্যাকান্ড গুলোর সাথে আন্তর্জাতিক ইসলামী জঙ্গী সংগঠন আলকায়দা কিংবা ড্যাস সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনগুলোর জড়িত থাকার প্রমান পাওয়া গেছে।এমতাবস্থায় আমরা বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশে যে কোন ইসলামী চরমপন্থী গোষ্টির বিস্তার রোধ কল্পে কাজ করার পরিকল্পনা নিয়েছি " (ভিডিও দেখুন:https://youtu.be/mvGZL9bK5Go)
কি বুঝলেন, কংগ্রেসে বসে বাংলাদেশে ঢোকার চক্রান্ত করছে আমেরিকা। সাথে নিয়েছে ভারতকে। বাংলাদেশের জনগণ এখনও বিষয়গুলো পাত্তা দিচ্ছে না, তারা আছে মোস্তাফিজের বোলিং নিয়ে। যখন বাংলাদেশ ইরাক-সিরিয়া হয়ে যাবে, আমেরিকা-ভারত লুটপাট চালাবে তখন বুঝবে কত ধানে কত চাল। তাই সময় থাকতে বাংলাদেশীরা সচেতন হও, আমেরিকা-ভারতের নাগ গলানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করো।
“There is no ISIS in Bangladesh. USA & India oil your own machine. Your countries are full of terrorism. Handle yourself first. We know how to handle our country.
#No_ISIS_in_Bangladesh
#No_ISIS_in_Bangladesh
No comments