Header Ads

ad728
  • Breaking News

    ভারতীয় দালালীর একটা সীমা থাকা উচিত

    Ferdios Karim - এর স্ট্যাটাস থেকে..... চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন নগরীর হোটেল পেনিনসুলায় ভারতীয় হাইকমিশন আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলে- “ধ্যানের সঙ্গে মুসলিমদের গভীর সম্পর্ক রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) হেরা পর্বতের গুহায় ধ্যান করেছেন। ” (http://goo.gl/xBAXt7) রুহুল আমিন নির্লজ্জ ভারতীয় দালালী করতে গিয়ে মুরতাদ হয়ে গেছে। সে মুশরিক হিন্দুদের যোগ ব্যায়ামকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র ইবাদতকে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। মূলতঃ যোগ ব্যামায় হচ্ছে মুশরিক হিন্দুদের ধর্মীয় অনুসঙ্গ। এটি নামে শরীরচর্চা হলেও তা পালনে পুরোপুরি হিন্দুয়ানী রীতি অনুসরণ করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে, সূর্য-পূজা।যোগাসন শুরু করার আগে কয়েকটি আসনের মাধ্যমে সূর্যকে প্রণাম করতে হয়, যা বাধ্যতামূলক। কিন্তু কোনো মুসলিম আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রণাম করতে বা উপাসনা করতে পারে না। উইকিপিডিয়া বলছে- যোগ (সংস্কৃত, পালি: योग yóga) ভারতীয় উপমহাদেশে উদ্ভূত একপ্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধনপ্রণালী। "যোগ" শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈনধর্মের ধ্যানপ্রণালীকেও বোঝায়।হিন্দুধর্মে এটি হিন্দু দর্শনের ছয়টি প্রাচীনতম (আস্তিক) শাখার অন্যতম। (https://goo.gl/EgIowd) অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র হেরা গুহায় মহান আল্লাহ তায়ালা’র ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন। তারা তাকে ইবাদত বলছে- সেটা ইলমে তাসাউফের দৃষ্টি মুরকাবা-মুশাহাদা, এটাকে মুশরিকদের যোগ পূজার সাথে তুলনা করা কখনই ঠিক হবে না, বরং কুফরী ও ঈমান নষ্ট হওয়ার কারণ হবে। উল্লেখ্য এর আগেও বিজেপিরই নেতা মুরলি মনোহর যোশী নামাজে যোগ ব্যায়ামের সাথে তুলনা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শ্রেষ্ঠ যোগী বলে দাবি করে। নাউযুবিল্লাহ। এইবার মুসলমান হয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন একই কাজ করলো। এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের বিচার দাবি করছি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728