ঈদের ছুটি ৯ দিন করায় হিন্দুদের সাম্প্রদায়িক আচরণ
দাদারা খোদ ভারতেই দূর্গা পূজা উপলক্ষে মাত্র ১ দিন ছুটি। সেখানে বাংলাদেশে তোমরা ৫ দিন ছুটি চাও কোন সাহসে ? (http://www.holiday-times.com/holiday-list-india/)
তোমরা যে ভারতকে হিন্দুরাষ্ট্র বলো,
তোমরা যে ভারতে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে পাঠাও
তোমরা যে ভারতের কাছে সাহায্য চাও,
যে ভারতকে বাংলাদেশে আক্রমণ করতে বলো,
আগে তাকেই অনুসরণ করো, পরে না হয় এর চেয়ে বেশি চেয়ো।
আর এটাও জেনে রাখো বাংলাদেশেও হিন্দুরা দুর্গা পূজা উপলক্ষে ২ দিন ছুটি পায় (নবমীতে ঐচ্ছিক এবং দশমীতে সাধারণ)। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হিসেবে মুসলমানরা ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন, এই ৩ দিন ছুটি পায়। তবে এবার দুই সপ্তাহের শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি যোগ হয়ে ছুটির পরিমাণ ৯ দিন হয়েছে, তবে এই ৯ দিন মেলানোর জন্য শুধু ২৮ রোজার দিন,অর্থাৎ ১ দিন অতিরিক্ত প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি দিয়েছে।
এখানে মুসলমানদের হিংসে করে অযথা সাম্প্রদায়িকতা বাড়িয়ে লাভ নাই। মনে রেখো, হিন্দুরা বাংলাদেশে রাজার হালে থাকে, যে সুখ খোদ ভারতের হিন্দুরাও পায় না।
No comments