Header Ads

ad728
  • Breaking News

    শোলাকিয়ায় হামলার ঘটনায় বাংলাদেশে আসছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড

    বাংলাদেশে আসছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। কিশোরগঞ্জের ঘটনার অজুহাতে তারা বাংলাদেশে আসার প্রস্তাব দেয় এবং তাদের প্রস্তাব বাংলাদেশ সরকার মেনে নেয়। আমি বলবো- বাংলাদেশী বাহিনীগুলো যথেষ্ট কথিত সন্ত্রাসবাদ সামাল দিতে, আলাদা করে ভারতীয় বাহিনী আনার কোন দরকার নাই। উল্লেখ্য ২০০৮ সালে মুম্বাই হামলা ঘটনা সামলা দিতে এই ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ছাড়াও আরো ৪টি ভারতীয় বাহিনীর সময় লেগেছিলো ৫৭ ঘণ্টা। নিহত হয়েছিলো ১৭৫ জন। সেখানে গুলশানের ঘটনা বাংলাদেশ সেনা বাহিনীর প্যারাকমান্ডোর সামাল দিতে লেগেছে মাত্র ১৫ মিনিট, হতাহতের সংখ্যাও অনেক কম। তাহলে ভারতীয় এনএসজির কি দরকার থাকতে পারে বাংলাদেশে ? আমার মনে হয়, সরকার এখানে স্ট্রাটিজিক্যালী ভুল করছে। কারণ তাদের বোঝা উচিত, ক্ষমতায় এখন মোদি সরকার, কংগ্রেস সরকার নয়, আর মোদি সরকার পুরোপুরি মার্কিনপন্থী। যেহেতু আমেরিকা চাচ্ছে বাংলাদেশ সরকার স্বীকার করুক, বাংলাদেশে আইএস আছে, তাই ভারতের এনএসজিকে প্রবেশ করে মার্কিন স্বার্থ্যই বাস্তবায়ন করবে, বাংলাদেশী স্বার্থ নয়। ফলে ভারতীয় বাহিনীকে প্রবেশ করিয়ে আরো ফান্দে পড়তে যাচ্ছে আওয়ামী সরকার।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728