Header Ads

ad728
  • Breaking News

    কথিত আইএস- এ যোগদানের জন্য দায়ী কে ?

    কথিত আইএস- এ যোগদান: দায়ী কে ?- ধর্মশিক্ষা নাকি ধর্মবিমুখী শিক্ষা ? কারা কথিত আইএস-এ কারা যোগদান করছে ? নায়লা নাঈমের সাবেক স্বামী, শ্রদ্ধা কাপুরের সাথে নাচতে যাওয়া কিশোর, গ্রামিন ফোনের মডেল, স্কলাস্টিকা, নর্থসাউথ আর ব্র্যাকের স্কুডেন্ট ব্রেকআপ হওয়া প্রেমিক, ব্যবসায়ী ধনীর দুলাল। এদের ধর্মবিমুখী শিক্ষার কিন্তু কোন অভাব ছিলো। সারাদিন ধর্মবিরুদ্ধ কাজ করতে করতে এদের মধ্যে তৈরী হয়েছিলো হতাশা, জীবনের প্রতি তৈরী হয়েছিলো বিতৃষ্ণা, “আর কতদিন এমন জীবন পার করা যায়?” তাদের সেই হতাশারই যুযোগ নিয়েছিলো কোন একটি গোষ্ঠী। বলাবাহুল্য, এদের শিক্ষা সিলেবাসে যদি সামান্য ধর্মশিক্ষা থাকতো, তবে এ ধরনের ঘটনা তারা কখনই ঘটাতে পারতো না্। কিন্তু একদিকে ধর্মশিক্ষার অভাব, অন্যদিকে হতাশা, দুই মিলে তাদের সুইসাইড স্কোয়াডে যোগদান করতে উব্ধুদ্ধ করে। অনেক নাস্তিক ও হিন্দুকে দেখছি, বলছে- ইসলামের কারণে এমন হয়েছে। আমি বলবো, ঘটনা পুরো্ই তার উল্টো। ইসলামী শিক্ষার কারণে নয়, বরং ইসলামবিহীন শিক্ষা সিলেবাসের কারণে এই ছেলেগুলো কথিত আইএস এ যোগদান করেছে, যদি তাদের নূণ্যতম ধর্মীয় শিক্ষা থাকতো, তবে এই অপকর্মে যোগদান করতে পারতো না। তাই এ ধরনের হামলা ও তার ভিত্তি করে অপপ্রচার দেখে মনে হচ্ছে- যে গোষ্ঠীটি কিছুদিন আগে সংবিধান থেকে রাষ্ট্র্ধর্ম তুলে দিতে চেয়ে ব্যর্থ হয়েছিলো, তারাই এ অপকর্মের সাথে জড়িত। এরাই ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে, এরাই ষড়যন্ত্র করে দেশকে আরো ধর্মহীন করতে চায়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728