শোলাকিয়ার কথিত হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার বাড়াবাড়ি
কি বুঝলেন, ‘যার বিয়া তার খবর নাই পাড়া পরশীর ঘুম নাই।’
শোলাকিয়া মাঠে দিব্বি নামাজ চললো, সেখানে কোন সমস্যা হলো না
আর এক কিলো দূরের এক ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর ঘুম হারাম হয়ে গেছে,
লাইভ সম্প্রচার চলছে, দাবি করছে- বাংলাদেশে ঈদ আর ঈদের জামাত দুটোই নাকি গেছে।
একজন মুসলমান যতই খারাপ হোক, সে মসজিদে বোমা হামলা চালাতে পারে না।
অবশ্যই কোন অমুসলিম কিংবা তার ভাড়াটে গুণ্ডা মসজিদে হামলা চালিয়েছে।
আজকে ঈদের জামাতের আগে শোলাকিয়ার ১ কিলো দূরের ঘটনা তাই প্রমাণ করে।
তবে কোন কিছুই বিছিন্ন না, অবশ্যই এটা কেউ ঘটাচ্ছে, তবে ভারতীয় প্রধান মিডিয়ার অতিরিক্ত বাড়াবাড়ি বলেই দিচ্ছে, তার এখানে যথেষ্ট ইন্টারেস্ট আছে।
উল্লেখ্য শোলাকিয়ার ফরিদুদ্দিন মাসউদ ‘জঙ্গীবাদ হারাম’ ফতওয়া দেওয়ার পর ভারতের সুষমা স্বরাজ খুব খুশি হয়েছিলো। আমার ধারণা, এখন ঐ সুষমা গংই ঘটনা ঘটিয়ে এবং নিজেরাই তা আন্তর্জাতিকভাবে মার্কেটিং করে প্রমাণ করতে চাইছে, বাংলাদেশে আইএস আছে এবং উক্ত ফতওয়া দেওয়ার কারণেই তার উপর হামলা হয়েছে। অথচ হামলা হলে ফরিদুদ্দিন মাসউদের উপর হওয়া স্বাভাবিক, কিন্তু মসজিদের জামাতকে ক্ষতিগ্রস্ত করতে চাওয়াটা কখনই মুসলমানের পক্ষে সম্ভব নয়, সে যত খারাপই হোক । বিষয়টি সহজেই অনুমেয়, অমুসলিম কিংবা তাদের ভাড়াটে গুণ্ডা ছাড়া এ ঘটনা আর কেউ ঘটাতে পারে না।
বাংলাদেশে হিন্দু ও ভারতীয় এজেন্টদের সম্পর্কে খবর নিন, তারাই নিশ্চিত শোলাকিয়ায় হামলার ঘটনা ঘটিয়েছে।
No comments