শোলাকিয়ার ঈদের জামাতে বোমা বিষ্ফোরণ নিয়ে ৭১ টিভির ভূমিকা
অনলাইন নিউজ পোর্টালে খবর আসছে- শোলাকিয়ার ঈদের জামাতে বোমা বিষ্ফোরণ, ১ জন নিহত, আহত ৮। পুলিশের সাথে বন্দুকধারীদের গোলাগুলি চলছে, বোমা নিয়ে মাঠে অবস্থান করছে সন্ত্রাসীরা। আমিতো খবর থেকে ভয় পেয়ে গেলাম।
টিভি চালালাম, দেখি একাত্তর টিভিতে শোলাকিয়ার ঈদের জামাত সরাসরি সম্প্রচার হচ্ছে হচ্ছে। কৈ সেখানে তো বোমা হামলার ঘটনা, জনমনে আতঙ্ক বা লক্ষণ-টক্ষণ কিছুই দেখলাম না, বরং দিব্বি সবাই আনন্দের সাথে নামাজ পড়ছে।
বোঝাই যাচ্ছে, একটি মহল চাচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে, ‘বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। অর্থাৎ একটি মহল চাচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, কথিত আইএস বাংলাদেশে ঘাটি গেড়েছে এটা মানুষকে বিশ্বাস করানো।
তাই দয়া করে ঐ সন্ত্রাসী গোষ্ঠীর মিডিয়া উইং হিসেবে নিজে ব্যবহৃত হবেন না। তাদের অযথা প্যানিক সৃষ্টিকারী খবর প্রচার প্রসার করবেন না। মনে রাখবেন যদি তা করেন তবে নিজ হস্তেই দেশ ও জাতির ক্ষতি আপনি নিজ হাতেই করলেন।
No comments