বাংলাদেশকে দখল করা নিয়ে বার্ণিকাটের মন্তব্য
ওরে আমার লুলু পাখি রে, ওরে আমার সোনা পাখি রে
তোমরা দেশ দখল করতে চাও না,
তবে আফগানিস্তান-ইরাক দখল করলো কে ?
আমার চৌদ্দগুষ্টি গিয়ে দখল করেছিলো বুঝি ??
চোরের জাত চোর, হিজরার বাচ্চার হিজরা
উপরে তো ভালো কথা বললি-
কিন্তু ভেতরে কি বললি-
“বাংলাদেশকে দখল করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, যুক্তরাষ্ট্রের সহায়তা হবে একজন অংশীদারের মতো”।
(http://www.prothom-alo.com/bangladesh/article/921010/)
মানে তোরা বাংলাদেশের অংশিদার হতে চাস ?? কথায় বলে-
“আমেরিকা যার বন্ধু, তার শত্রুর দরকার হয় না”।
তোদের সহায়তার দরকার নাই।
তোদের সহায়তাই দখল করার প্রাথমিক রূপ।
তাই দৌড়ের উপর থাক.........
No comments