Header Ads

ad728
  • Breaking News

    গুলশানে হামলার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নাই

    গুলশানে হামলার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নাই। এতে বাংলাদেশের কিছু আসে যায় নাই। এর জন্য আমেরিকা বা ভারতের এত হা-হুতাশ করারও কিছু নাই। বাংলাদেশী বাহিনী এ ধরনের হামলা সামাল দেওয়ার জন্য যথেষ্ট এবং তাদের পূর্ণ শক্তি রয়েছে। এবং এটা বাংলাদেশী বাহিনীর জন্য খুব ছোট কাজই বলতে হবে। মাত্র ৪৫ মিনিটের অভিজানে ৮ জন হামলকারীর বিরুদ্ধে মাত্র ৫ জনের মৃত্যুর মাধ্যমে এ ধরনের একটি হামলা নিষ্ক্রিয় করা গেছে, এটা অনেক বড় কৃতিত্বের বিষয়। বাংলাদেশী বাহিনী অবশ্যই প্রশংসা পাওয়ার দাবীদার। উল্লেখ্য- একই ধরনের হামলা অর্থাৎ ২০০৮ সালে মুম্বাই হামলার সময় অ্যাটাক করেছিলো ১০ জন সন্ত্রাসী। টোটাল নিহত হয়েছিলো ১৭৫ জন, আহত হয়েছিলো ৬০০। ভারতের ৫ বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিলো ৫৭ ঘণ্টা। অর্থাৎ দুই দিনের বেশি। ২০১৫ সালে প্যারিস হামলার সময় অ্যাটাক করেছিলো ৮ জন সন্ত্রাসী। মারা গিয়েছিলো ১৩৭ জন, আহত হয়েছিলো ৩৬৪ জন। অভিজানে সময় লেগেছিলো ৩ ঘণ্টা ১৮ মিনি্ট। ফ্রান্স বা ভারত নিজেদের এত বড় শক্তিধর দাবি করা সত্ত্বেও এ ধরনের একটি হামলা সামাল দিতে তাদের যথেষ্ট বেগ পোহাতে হয়। হতাহতের পরিমাণও অনেক বেশি। অপরপক্ষে বাংলাদেশী বাহিনী মাত্র ৪৫ মিনিটের অভিজানে মাত্র ৫ জন নিহত হওয়ার বিনিময়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে । তাই আবার বলছি- এ ধরনের হামলা সামাল দিতে বাংলাদেশের যথেষ্ট শক্তি-সামর্থ্য আছে। ভারত-আমেরিকা নিজের চর্কায় তেল দাও, তোমাদের সাহায্যের দরকার নাই। সুযোগ নেওয়ারও কিছু নাই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728