গুলশানে হামলার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নাই
গুলশানে হামলার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নাই। এতে বাংলাদেশের কিছু আসে যায় নাই। এর জন্য আমেরিকা বা ভারতের এত হা-হুতাশ করারও কিছু নাই। বাংলাদেশী বাহিনী এ ধরনের হামলা সামাল দেওয়ার জন্য যথেষ্ট এবং তাদের পূর্ণ শক্তি রয়েছে। এবং এটা বাংলাদেশী বাহিনীর জন্য খুব ছোট কাজই বলতে হবে। মাত্র ৪৫ মিনিটের অভিজানে ৮ জন হামলকারীর বিরুদ্ধে মাত্র ৫ জনের মৃত্যুর মাধ্যমে এ ধরনের একটি হামলা নিষ্ক্রিয় করা গেছে, এটা অনেক বড় কৃতিত্বের বিষয়। বাংলাদেশী বাহিনী অবশ্যই প্রশংসা পাওয়ার দাবীদার।
উল্লেখ্য- একই ধরনের হামলা অর্থাৎ
২০০৮ সালে মুম্বাই হামলার সময় অ্যাটাক করেছিলো ১০ জন সন্ত্রাসী। টোটাল নিহত হয়েছিলো ১৭৫ জন, আহত হয়েছিলো ৬০০। ভারতের ৫ বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিলো ৫৭ ঘণ্টা। অর্থাৎ দুই দিনের বেশি।
২০১৫ সালে প্যারিস হামলার সময় অ্যাটাক করেছিলো ৮ জন সন্ত্রাসী। মারা গিয়েছিলো ১৩৭ জন, আহত হয়েছিলো ৩৬৪ জন। অভিজানে সময় লেগেছিলো ৩ ঘণ্টা ১৮ মিনি্ট।
ফ্রান্স বা ভারত নিজেদের এত বড় শক্তিধর দাবি করা সত্ত্বেও এ ধরনের একটি হামলা সামাল দিতে তাদের যথেষ্ট বেগ পোহাতে হয়। হতাহতের পরিমাণও অনেক বেশি। অপরপক্ষে বাংলাদেশী বাহিনী মাত্র ৪৫ মিনিটের অভিজানে মাত্র ৫ জন নিহত হওয়ার বিনিময়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে ।
তাই আবার বলছি-
এ ধরনের হামলা সামাল দিতে বাংলাদেশের যথেষ্ট শক্তি-সামর্থ্য আছে। ভারত-আমেরিকা নিজের চর্কায় তেল দাও, তোমাদের সাহায্যের দরকার নাই। সুযোগ নেওয়ারও কিছু নাই।
No comments