Header Ads

ad728
  • Breaking News

    রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতি হবে না। তিনি আরো বলেন, কয়লা দিয়েতো পানি ফিল্টার করা হয়। পানি ফিল্টার করার সময়তো পরিবেশ নষ্ট হয় না। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে পরিবেশ নষ্ট হবে কেন? (http://goo.gl/7rinlP) মাননীয় প্রধানমন্ত্রী আমি বিজ্ঞান নই, তবে এতটুকু বুঝি কয়লা দিয়ে যখন পানি ফিল্টারিং করা তখন কয়লা কয়লাই (কার্বন) থাকে। কিন্তু কয়লা পুড়িয়ে যখন বিদুৎ উৎপন্ন করা হয় তখন কয়লা (কার্বন) বাতাসের অক্সিজেনের সংস্পর্ষে এসে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মোনোক্সাইড তৈরী করে। আর কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড দুইটাই যে পরিবেশের জন্য ক্ষতিকর, এটা বোধকারি একটা প্রাইমারী স্কুলের বাচ্চাও জানে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ধারণা, এ যুক্তি নিশ্চয়ই আপনার নিজস্ব নয়, যারা পরিবেশগত ক্ষতির কথা ভেবে যারা নিজ দেশে কয়লা বিদ্যুৎকেন্দ্র তৈরী করতে ব্যর্থ হয়ে সেটার জন্য বাংলাদেশের সুন্দরবনকে বেছে নিয়েছে, এই ভোদাইমার্কা যুক্তি তাদেরই শিখিয়ে দেওয়া। আমি বলবো- যারা এ ধরনের বিকৃত যুক্তি শিখিয়ে রামপালে বিদ্যুৎকেন্দ্র তৈরী করতে চায়, তাদের উদ্দেশ্য মোটেও ভালো না, বরং বাংলাদেশের অমূল্য সম্পদ সুন্দরবনকে ধ্বংস করাই তাদের একমাত্র ব্রত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728