মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলো নিয়ে ইহুদীদের অপপ্রচার
“মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা নাই”, ইহুদীদের এ ধরনের অপপ্রচার অনেক দিনের । মানুষকে হজ্জ থেকে বিরত রাখতে আগের দিনে কাফেলায় আক্রমণ করা হতো। এখন করা হয় ভিন্ন উপায়ে। এই তো কিছুদিন আগে হজ্জের সময় সন্দেহজনক ক্রেন অ্যাক্সিডেন্ট, ভীড়ের চাপায় মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে অপ্রচারের অনেক কাসুন্দি ঘেটেছে ইহুদীবাদী মিডিয়া। আজকেও প্রচার করা হচ্ছে- মদীনার মূল মসজিদে নাকি বোমা বিষ্ফোরণ ঘটেছে। অথচ ঘটনা ঘটেছে মূল মসজিদ থেকে অনেক দূরে পার্কিং লটে ঘটেছে এবং সেটা সম্পর্কে স্থানীয়রা আবার দাবি করেছে- ঘটনা হচ্ছে গাড়ির অভ্যন্তরীণ বিষ্ফোরণ, এখানে সুইসাইড বোম্বিং এর কোন ঘটনা ঘটে নাই।(https://youtu.be/zaXnskDBaQg)। অর্থাৎ বিষ্ফোরণের ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। উল্লেখ্য আমরা প্রায় দেখি, মিডিয়ায় যেটা প্রকাশ পায় সেটার সাথে বাস্তব ঘটনার অনেকাংশেই অমিল থাকে। এলাকাবাসী বলে সম্পূর্ণ ভিন্ন কথা।
অপরদিকে সিএনএন, বিবিসিসহ তাবৎ ইহুদীবাদী মিডিয়া এমনভাবে ছবি প্রচার করছে যেন মনে হচ্ছে মসজিদে নববীর মূল স্থাপনা থেকেই বোধহয় ধোয়া উঠছে এবং সেখানেই বোধহয় বিষ্ফোরণ ঘটেছে।ইহুদীবাদী মিডিয়ার এ ধরনের প্রচার মারাত্মক সন্দেহজনক। কারণ মুসলমানরা তাদের মূল মূল ধর্মীয় স্থাপনা থেকে ভয় পেয়ে সরে যাক, এটাও ইহুদীবাদীদের একটা ইচ্ছা, আর যেহেতু মিডিয়া তাদের হাতে, সেহেতু মিডিয়ার প্রচারটাও সেদিকে ঘটবে এমনটাই স্বাভাবিক।
তাই আমার মনে হয়, মুসলমানদের এ ধরনের অপপ্রচারণায় অংশ না নেওয়াই ভালো।
No comments