Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশ কেন বিশ্বের বুকে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ? - (১)

    সম্প্রতি গুলশান হামলা ও কথিত জঙ্গীবাদের উত্থানের মাধ্যম দিয়ে একটি বিষয় পরিষ্কার- সম্রাজ্যবাদীদের বিশেষ নজর পড়েছে বাংলাদেশের দিকে। কিন্তু কেন এবং কি কারণে নজর পড়েছে এই বিষয়টি অনেকেই বুঝতে পারছে না। বিশ্বের বুকে বাংলাদেশ হঠাৎ করে ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠার কারণগুলো এ ধারাবাহিক এ আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করবো। চীনের ‘স্ট্রিং অব পালর্স বা ‘মুক্তার মালা’ : সম্ভবত আমেরিকার পর নেক্সট সুপার পাউয়ার চীন। চীন তার সামরিক বানিজ্যিক সক্ষমতা চতুর্দিক বিস্তৃতি করার জন্য ‘স্ট্রিং অব পালর্স’ নামক সামরিক ও সমুদ্র বন্দর তৈরীর সিদ্ধান্ত নেয়। ছবিতে দেখতে পাচ্ছেন- ১৩ নং সুদান থেকে শুরু হয়ে, ১২ নং পাকিস্তান, ১১ নং মালদ্বীপ, ১০ নং শ্রীলংকা, ৯ নং বাংলাদেশের চট্টগ্রামের সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর হয়ে, মায়ারনমার, থ্যাইল্যান্ড, কোম্বোডিয়া হয়ে চীনে (১) নং পৌছাবে চীনের স্ট্রিং অব পালর্স বা মুক্তার মালা। অর্থাৎ ভবিষ্যত সম্ভাব্য সুপার পাউয়ার চীনের সম্রাজ্য ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ। উল্লেখ্য প্রাথমিকভাবে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর চীনকে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে আমেরিকা ও ভারতের চাপে তা প্রত্যাহার করে নেয় আওয়ামী সরকার। যেহেতু চীন হচ্ছে আগামী সুপার পাউয়ার, তাই সে যেকোন উপায়ে চাইবে তার লক্ষ্য পূরণ করতে, যদিও আমেরিকা ভারতের চাপে আপাতত চীন বাংলাদেশে ঘাটি গাড়তে পারছে না কিন্তু তার লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে তার চাই চাই এবং এ কারণে চীন তার সব ধরনের শক্তি খরচ করবে এটা বলাই বাহুল্য। অর্থাৎ চীনের স্ট্রিং অব পালর্স’ বা ‘মুক্তার মালা’র বাস্তবায়ন বর্তমানে বিশ্বের বুকে বাংলাদেশকে ভূরাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র করে তুলেছে। (চলবে) তথ্যসূত্র: ১) https://en.wikipedia.org/wi…/String_of_Pearls_(Indian_Ocean) ২) https://www.quora.com/What-is-the-String-of-Pearls-theory-1

    2 comments:

    1. (h) অসাধারণ সুন্দর তথ্য যা আগে আমার জানা ছিল না।

      ReplyDelete

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728