ইসলাম বিরোধী ব্লগ বন্ধে হাইকোর্টের নির্দেশনা
২০১২ সালের ২১ মার্চ বাংলাদেশ হাইকোর্ট থেকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিলো ইসলাম ধর্মের অবমাননাকারী সকল ব্লগ, ওয়েবসাইট ও ফেসবুক পেইজ বন্ধ করার জন্য। একই সঙ্গে যারা এসব লিখছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বিটিআরসি, র্যাব ও পুলিশকে আদেশ করে মাননীয় হাইকোর্ট। এছাড়া ঐ সকল লেখকদের নাম, ঠিকানা ও পূর্ণ পরিচয় আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়।
(http://goo.gl/5DYhsn)
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘ ৪ বছর পার হয়ে গেলেও ইসলাম বিরোধী এ পেইজ বন্ধ করা দূরের কথা, হাইকোর্টের প্রশ্নের জবাব পর্যন্ত দেয়নি প্রশাসন। এছাড়া্ ইসলাম বিরোধী ব্লগ মালিক ও লেখকদেরও চিহ্নিত করতে পারেনি সরকার। যার কারণে মাননীয় হাইকোর্ট এর আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ সকল সকল ব্লগ-ওয়েবসাইট স্বগর্বে টিকে আছে।
যেমন-
১) বিবর্তনবাদ ও আদম-হাওয়া কিচ্ছা (https://goo.gl/SrUjtk)
২) মহানবী মোহাম্মদের চরিত্র ফুলের মত পবিত্র (https://goo.gl/RtSLBh)
৩) উম হানী ও নবী মুহাম্মদ (https://goo.gl/yzNhRz)
৪) মোহাম্মদ ও ইসলাম (https://goo.gl/2DRMzZ)
৫) বোরখা সংক্রান্ত কিছু বেয়াড়া প্রশ্ন (http://www.somewhereinblog.net/blog/xyzbest/29370183)
বলাবাহুল্য এসব পেইজ বন্ধ করা বিটিআরসি’র জন্য কোন ব্যাপারই নয়। পাশাপাশি এ ব্লগগুলোর মালিক কে তা সবারাই জানা এবং মালিকপক্ষ শুধু বাংলাদেশেই অবস্থান করছে না, বরং নিয়মিত মিডিয়ার সামনের পোজ দিয়ে বক্তব্য দিচ্ছে। কিন্তু এরপরও প্রশাসন তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ব্যবস্থা নিচ্ছে না। এটা সত্যিই হতাশাজনক। স্বাভাবিকভাবে খোদ প্রশাসনই অবস্থান নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
No comments