Header Ads

ad728
  • Breaking News

    গুলশানের হামলা এবং মিডিয়ায় সিআইএ’র সক্রিয়তা

    সিএনএন (CNN)- এর অপর নাম সিআইএ (CIA), সেটা সবার জানা । সিআইএ’র গোপন মিশন সফল করাই তাদের কাজ। অথচ সেই সিএনএন কিনা গুলশানের ঘটনা ১৩ ঘণ্টা সম্প্রচার করলো !! যতটুকু জানা গেছে সিএনএন’র কোন নিজস্ব ক্যামেরাম্যান সেখানে ছিলো না। সিএনএন একাত্তর টিভি, একুশে টিভি, এটিএন নিউজ, যমুনা এবং সময় টিভিকে দিয়ে লাইভ রিলে করেছে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সাথে বিদেশি টিভি গুলোর কোনো বিনিময় চুক্তি আছে কি না সেটা খতিয়ে দেখা প্রয়োজন, আর এ ধরনের রাষ্ট্রীয় স্পর্শকাতর বিষয়, যেখানে নিরাপত্তা বাহিনী সরাসরি না করছে তারপরও তারা কার অনুমতিতে তা করলো ? গুলশানের ঘটনার সাথে দেশীয় কোন কোন বেঈমান জড়িত, সেটা খতিয়ে দেখতে গেলে আমার মনে হয় সর্বপ্রথম টিভি চ্যানেলগুলোকেও জিজ্ঞাসাবাদ করা জরুরী। কেননা তারাও গুলশানে সিআইএ’র গোপন মিশনে সক্রিয় অংশগ্রহণ করেছে। ‪#‎No_ISIS_in_BAngladesh‬ ‪#‎USA_India_Oil_Your_Own_Machine‬

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728