বাংলাদেশে আইএস আছে, এটা প্রচার করতে পারলে কাদের লাভ ??
খুব সোজা- আমেরিকা ও ভারতের। ইন্দ্রজিৎ দত্তের স্ট্যাটাসটা দেখুন।
সে বলছে- ২ প্লাটুন ভারতীয় বাহিনীকে কলকাতায় স্ট্যানবাই রাখা হয়েছে বাংলাদেশে প্রবেশের জন্য। এছাড়া ভারতীয় সেনা ও বিমান বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশে যে কোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। একইসাথে ভারত দাবি করছে- হামলাকারীরা হচ্ছে আইএস সুইসাইড বোম্বার।
অপরদিকে সিএনএন বলেছে, ‘বাংলাদেশে আইএস দমনে এখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন’। (http://goo.gl/qt4UuA)
অর্থাৎ ভারত-আমেরিকা মুখিয়ে আছে বাংলাদেশে প্রবেশের জন্য। অার তাদের সেই হস্তক্ষেপের জন্য মোক্ষম ইস্যু হচ্ছে বাংলাদেশে কথিত আইএস’র অবস্থান করছে সেটা প্রমাণ করা। তাই এখন যারা অনলাইনে আইএস’র প্রচার করছে তারা কিন্তু সিআইএ ও র’ এর প্রজেক্ট সফল করতেই কাজ করছেন। বিশেষ করে ইমরান এইচ সরকারসহ আরো কয়েকটি পেইজে দেখলাম বাংলাদেশে আইএস’র খোজ লাগিয়েছে। এটা ভালো কোন কাজ হয়নি।
সবা্ই প্রচার করুন-
বাংলাদেশে আমেরিকা ও ভারতের সুযোগ নেওয়ার চেষ্টা করে লাভ নাই। যে কোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশী বাহিনী-ই যথেষ্ট। দুই একটি বিছিন্ন ছবি দিয়ে প্রচার করে কোন লাভ নাই, বাংলাদেশে আইএস বলে কিছু নাই, সব সিআইএ-র’-মোসাদের সাজানো নাটক।
So
#USA_India_Oil_Your_Own_Machine
#No_ISIS_in_BAngladesh
No comments