Header Ads

ad728
  • Breaking News

    আইসিটি এ্যাক্টে মামলা ও আমার কিছু কথা

    জঙ্গিবাদের প্রচার প্রসার করে, এমন কোন তথ্যে শেয়ার, লাইক বা কমেন্ট করলে তার বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলা করবে পুলিশ । খুব ভালো কথা। কিন্তু জঙ্গিবাদের অপর হাত মানে ইসলামবিরোধী লেখা বা তথ্যে লাইক কমেন্ট বা শেয়ার করলে তার বিরুদ্ধে কেন কোন মামলা করা হবে না ? কারণ হিন্দু ও নাস্তিকদের ইসলাম বিরোধী কার্যক্রমের দোহাই দিয়েই সমাজে জঙ্গীবাদ বাড়ছে। আমি দেখছি গুলশান হামলার পর থেকে ফেসবুকে হিন্দু ও নাস্তিকরা ইসলাম মুসলমানদের ধর্ম, নবী, কোরআন নিয়ে নানা ধরনের বিকৃত তথ্য প্রকাশ ও সরবরাহ করে যাচ্ছে এবং একটি গোষ্ঠী সেগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করে তা প্রচার প্রসার করছে। এগুলো খুবই বিপদজ্জনক। কারণ এধরনের ইসলামবিরোধী কার্যক্রমের অজুহাত দিয়েই জঙ্গীরা তাদের অবৈধ কর্ম বৈধ করার চেষ্টা করবে, আরো প্রচার করার চেষ্টা করবে, সমাজে স্ট্যাবলিশ করার চেষ্টা করবে। কিন্তু সেটা হতে দেওয়া কেন ? তাহলে শুধু জঙ্গীবাদের তথ্যে নয় বরং জঙ্গীবাদকে উস্কে দেয় এমন ইসলাম বিরোধী লেখা বা তথ্যে লাইক-কমেন্ট বা শেয়ার করলে পুলিশ কর্তৃক মামলা করার দাবি জানাচ্ছি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728