Header Ads

ad728
  • Breaking News

    জঙ্গিবাদ রুখতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা সরকারের

    জঙ্গিবাদ রুখতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো হবে ঘোষণা দিয়েছে সরকার। (http://goo.gl/muuJTQ) কিন্তু এটা সত্য- গুলশানের জঙ্গী তাহমিদ খানের মত সংষ্কৃতিবান ছেলে কিন্তু বাংলাদেশে খুব কমই আছে। নাচ-গান-খেলাধুলা-অনুষ্ঠানে অংশগ্রহণ, সংস্কৃতির এমন কোন অংশ নেই যেখানে তার পদচারণা ছিলো না। কিন্তু তারপরও তাহমিদ কেন জঙ্গীবাদে জড়ালো ? এছাড়া আইএস ভিডিওতে প্রকাশ জঙ্গী তাহমিদ খান শাফি ছিলো সঙ্গীতশিল্পী। ক্লোজআপ ওয়ান তারকা। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করারও ইচ্ছা ছিলো তার। অথচ সেই ব্যক্তিও কিন্তু আইএস- এ যোগদান করেছে। পাশপাশি গুলশানে নিহত জঙ্গি নিব্রাস ইসলামও কিন্তু ভারতীয় নায়িকার সাথে নাচানাচি করতো, মানে ভারতীয় সংস্কৃতি পালন করতো। এর দ্বারা এটাই প্রমাণিত হয়, কথিত সংস্কৃতি চর্চা দ্বারা জঙ্গীবাদ কখনই রুখা যায় না, বরং ক্ষেত্র বিশেষে বৃদ্ধি পায়। কারণ প্রকৃত ধর্মশিক্ষার যেখাবে অভাব হয়, সেখানেই সম্রাজ্যবাদীরা কথিত জঙ্গীবাদের বিষ পুশ করার সুযোগ পায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কথিত সংষ্কৃতি চর্চা বৃদ্ধি করে নয় বরং ধর্মচর্চা বৃদ্ধি করুন, সিলেবাসগুলোকে ইসলামীকীকরণ করুন। দেখবেন অটোমেটিক জঙ্গীবাদ কমে গেছে। বি: দ্র : তাহমিদের ছবি দেখে মনে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জঙ্গীবাদ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আসাদুজ্জামান নূর । র’ এর পরিকল্পনায় অনেক আগে থেকেই কাজ করছে আসাদুজ্জামান নূর- http://www.shokalerkhobor24.com/details.php?id=34396

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728