ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বললেই রাজাকার
শাফিন আহমেদ আর রুপমের দ্বন্দ্বে বাংলাদেশের নাস্তিক্যবাদী আর হিন্দুরা রুপমের পক্ষ নিয়ে প্রমাণ করেছে- এরা মুখে মুখে স্বাধীনতার কথা বললেও এ গোষ্ঠটি আসলে প্রকৃত রাজাকার। দেশ ও তার মুসলিম জনগণের বিরোধীতা করাই এদের মূল উদ্দেশ্য।
অথচ ঘটনা নিরপেক্ষভাবে বিচার করলে, রুপম নিজেই মারাত্বক সাম্প্রদায়িক ও জাতিবিদ্বেষী বলে প্রমাণিত হয়। কারণ সে শুধু নিজের মার্কেট ঠিক রাখতে এবং বাংলাদেশী ব্যান্ড দলগুলো যেন পশ্চিমবঙ্গ দখল না করতে পারে, সে জন্য জাতিগত সাম্প্রদায়িক পথ বেছে নিয়েছে। অথচ ভারতীয়রা এভেইলএবল বাংলাদেশে আসছে-যাচ্ছে অনুষ্ঠান করছে, বাংলাদেশ থেকে মোটা টাকা তুলে নিয়ে যাচ্ছে, বাংলাদেশী শিল্পীদের ভাত মারছে, কিন্তু তারপরও তাদের কেউ বাধা দিচ্ছে না।
আমার আজকে একটা কথা মনে হচ্ছে-
বাংলাদেশের নাস্তিক আর হিন্দুত্ববাদীরা যদি ৭১ আর তার পরবর্তীতে আসতো, তবে নির্ঘাত বঙ্গবন্ধুকে রাজাকার-সাম্প্রদায়িক ট্যাগ দিতো। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ইনুর মত ট্যাঙ্কের উপর উঠে নাচতো। কারণ বঙ্গবন্ধু ভারতীয় সেনাদের দেশ থেকে ভাগিয়েছিলেন, রেসকোর্স ময়দানে মদ-জুয়া বন্ধ করেছিলেন, অধিকাংশ পতিতালয় বন্ধ করে দিয়েছিলেন, ১৯৭৩ সালে পাকিস্তানে গিয়ে ওসাইসিতে যোগদিয়ে পাকিস্তানীদের গলা জড়িয়ে ধরেছিলেন, ইসলামী দিবসগুলোতে রাস্তায় মিছিল করেছিলেন, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
ছবি - আজকেও খবর এসেছে সীমান্তে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। তবে সাবধান আপনি এর প্রতিবাদ করবেন না। করলে আপনিই রাজাকার হয়ে যাবেন কিন্তু।
No comments