আবারো গ্যাসের মূল্যবৃদ্ধি
বছর না ঘুরতেই ফের বাড়ছে গ্যাসের দাম। নতুন হিসেবে এক চুলার মূল্য দাঁড়াবে ১১০০ টাকা, দুই চুলা ১২০০ টাকা। দাম বাড়বে মিটারযুক্ত আবাসিক গ্যাস ও সিএনজিসহ শিল্পখাতেও। (http://www.priyo.com/2016/Aug/05/230509)
যাই হোক দ্য ডিপ্লোমেট-এ প্রকাশিত প্রতিবেদনে পড়েছিলাম- বাংলাদেশ নাকি গ্যাসের উপর ভাসছে। এশিয়ার সবচেয়ে বড় গ্যাসের মজুদ নাকি বাংলাদেশে রয়েছে, যার পরিমাণ প্রায় ২০০ট্রিলিয়ন ঘনফুট।
আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে,
জমাকৃত ঐ গ্যাসগুলো কি বাংলাদেশের জন্য, নাকি ভারতের জন্য ?
No comments