ইতিহাসের পাতায় আসামের গণহত্যা
গতকাল ভারতের আসামে একটি জনবহুল বাজারে হিন্দু জংলীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হিন্দু জংলীরা মুসলমানদের বাড়িঘরে আগুন দেয়। হামলাকারী হিন্দুত্ববাদী জংলী দলটির নাম ন্যাশনাল ডেমক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড বা এনডিএফবি। এ গোষ্ঠটির একটি গ্রুপের সাথে ক্ষমতাসীন বিজেপিরও যোগাযোগ আছে।
উল্লেখ্য, আসমে হিন্দু, বৌদ্ধ ও উপজাতিদের সন্ত্রাসীদের উগ্র জংলীপনার ইতিহাস নতুন কিছু নয়, বরং বহু পুরানো। বছর বছর কয়েক ডজন লোককে হত্যা করা তাদের কাজ। আর বলাবাহুল্য, এ সব জংলীদের মূল টার্গেট হচ্ছে মুসলমানরা। জংলীদের দাবী, আসামে মুসলমানরা জনসংখ্যায় বেড়ে যাচ্ছে, তাই মুসলিম জনংখ্যা হ্রাসে এরা জাতিগত নিধন চালাচ্ছে।
ছবিতে দেখতে পাচ্ছেন, এ সকল জংলী গোষ্ঠী গত ২৪ বছরে আসামে ৮২১২ জনকে হত্যা করেছে। অথচ এতগুলো লোক হত্যা করার পর কেউ বলেনি, হিন্দু-বৌদ্ধ-উপজাতিরা সন্ত্রাসী । কেউ বলেনি ভারত সন্ত্রাসীদের আখড়া হয়ে গেছে, সেখানে সৈন্য পাঠাতে হবে।
তবে মজার বিষয় কি জানেন ?
যে সব নাস্তিক ও হিন্দুরা বাংলাদেশে ১টা লোক মরলে বাংলাদেশ গেছে গা, বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে বলে ডজনখানেক স্ট্যা্টাস প্রসব্ করে, গতকালকের আসাম হামলার পর এরা মুখে কুলুপ এটেছে। এমন ভাব তারা দেখাচ্ছে, মনে হয় যেন তারা দেখেই নাই। বরং শাফিন আহমেদের বাপ হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে এটাই তাদের কাছে বড় জঙ্গীপনা ইস্যু বলে মনে হয়েছে।
দেখতে পারেন-
১) http://goo.gl/y0HClw
২) http://goo.gl/K9P5jY
৩) http://goo.gl/dFd15A
৪) http://goo.gl/elqE5E
No comments