কোরবানী বন্ধ করতে চক্রান্ত
রামপাল বিদ্যুৎকেন্দ্র আর রুপপুর পরমাণু প্ল্যান্ট তৈরী করলে পরিবেশের কোন ক্ষতি হবে না। কিন্তু কোরবানী ঈদে একদিন পশু কোরবানী করলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাই তো পরিবেশ বাঁচাতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। নির্দ্দিষ্টস্থানে পশু কোরবানীর নামে কোরবানীর সংখ্যা হ্রাস করতে চাইছে তারা।
এ প্রসঙ্গে খুলনা সিটি কর্পোরেশন জানিয়েছে- “নির্দিষ্টস্থানে পশু জবাই হলে পরিবেশ রক্ষা সম্ভব হবে। সেই সাথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। যত্রতত্র জবাই হলে পরিষ্কার পরিচ্ছন্নতার সুযোগ থাকবে না। সেই সাথে মশা, মাছি জন্ম নিতে পারে ও পানি দূষণ হতে পারে।”
এ বিষয়ে এক মিটিং এ আরো বলা হয়- “কোরবানির দিনে রক্তমাখা ছোরা নিয়ে কেউ ছোটাছুটি করতে পারবে না।”
আমার মনে হয়-
প্রশাসনের যদি কোরবানী নিয়ে এত চুলকানিই থাকে, তবে বাংলাদেশে কোরবানী নিষিদ্ধ করলেই পারে। ভারতে তো গরু জবাই নিষিদ্ধ হয়েছে। আর ভারত যা করে বাংলাদেশ সরকার তাই অনুসরণ করে। তাই ভারতের অনুসরণে বাংলাদেশে কোরবানী নিষিদ্ধ করে দিলে ল্যাটা চুকে যায়।
খবরের সূত্র-
http://www.banglamail24.com/news/165297
No comments