দালাল ইউনূীসের হাতে অলিম্পিকের মশাল
ন্যাড়া নাকি বেল তলায় একবার যায়, কিন্তু বাংলাদেশীরা ধোকা খায় বার বার। মিডিয়া কাউকে একটু হাইলাইট করলে, পশ্চিমারা কাউকে একটু দাম দিলে তাকে মাথায় তুলে নাচে, ভাবে সেই বোধহয় সবচেয়ে ভালো মানুষ।
অথচ আমেরিকা নানান অজুহাতে বাংলাদেশকে খেতে চাইছে, আর সেই আমেরিকার পাক্কা দালাল, আইএস’র জন্মদাতা হিলারীর ঘনিষ্ট বন্ধু ইউনুসের হাতে একটা মশাল দেখে ক্র্যাশ খেয়ে গেছে বাঙালীরা। মনে হচ্ছে দুনিয়ার সব কিছু মনে হয় ঐ মশালের মধ্যে। মাথার নেটওয়ার্ক এত দুর্বল হলে কেমনে হবে দাদা ??
একটু ভাবা উচিত ছিলো-
--ইউনুসের হাতে মশাল দিলো কে ?
--কোন মিডিয়া তাকে হাইলাইট করলো ?
--ইউনুস কার ঘনিষ্ট সহযোগী ?
--ইউনুসকে দিয়ে কি স্বার্থ উদ্ধার করতে চাইছে পশ্চিমা সম্রাজ্যবাদীরা ?
সাবধান বাংলাদেশীরা,
এক শেয়ালের হাত থেকে মুক্তি পেতে গিয়ে ফের বাঘের হাতে ধরা খেয়ো না।
No comments