Header Ads

ad728
  • Breaking News

    মন্ত্রীসভায় `ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন

    বাংলাদেশের মন্ত্রীসভায় `ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে (http://goo.gl/73Uqn4)। খুবই ভালো কথা। তবে আইনটি দুটো দিক নিয়ে আমি একটু চিন্তিত। যেমন- ১) এ আইনের আওতায় বঙ্গবন্ধুর বিরোধীতা করলে শাস্তি সর্বোচচ যাবতজ্জীবন অথবা ১ কোটি টাকা জরিমানা হবে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। কিন্তু ধর্ম নিয়ে কটাক্ষ করলে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, অথবা ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। আমি মনে করি- বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের সমালোচনাকারীর আইনত দণ্ড হওয়া অবশ্যই দরকারী, কিন্তু ধর্ম নিয়ে কটাক্ষ করলে সেটার জন্য শাস্তি বিধান তুলনামূলক খুব সস্তা হয়ে গেলো না ? ২) আইনে বলা হচ্ছে- অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত বা সম্পদ ক্ষতি বা বিনষ্ট, কিংবা অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের কোনো কম্পিউটার, প্রোগ্রামিং ইত্যাদি নেটওয়ার্কের মারাত্মক ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে এই আইনের আওয়ায় তার শাস্তি হবে। এক্ষেত্রে শাস্তি সর্বোচচ যাবতজ্জীবন অথবা ১ কোটি টাকা জরিমানা হবে, বা উভয় দণ্ডে দণ্ডিত। এখানে আমার প্রশ্ন হচ্ছে- অন্যরাষ্ট্রটি কি বাংলাদেশের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত ? বাংলাদেশের বিরোধীতা করলে শাস্তি হবে, এটা ঠিক। কিন্তু ভারতের বিরোধীতা করলে শাস্তি হবে এটা কেমন কথা ? তাহলে ভারত যে দৈনন্দিন সীমান্তে লোক মারে সেটা কি অপরাধ বলে গণ্য হবে না ?? আইন প্রণেতাদের বিষয়টিগুলো নিয়ে একটু ভাববার দরকার আছে বলে মনে করি।

    1 comment:

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728