Header Ads

ad728
  • Breaking News

    ভারতের কয়লা শিল্পকে বাঁচিয়ে রাখতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র

    ভারত প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করছে, কিন্তু সেগুলো ব্যবহার করতে পারছে না। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ৩০ মে এ সম্পর্কে একটি খবর প্রকাশ করে। যেখানে বলা হয়- “কয়লা যথেষ্ট রিজার্ভ থাকা সত্ত্বেও ভারতে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার অভ্যন্তরীন চাহিদা কমছে।” (http://goo.gl/fTCRRu) উল্লেখ্য কয়লা ব্যবহারে ব্যাপক দূষণ ঘটায় বিশ্বব্যাপী কয়লার চাহিদা দ্রুত হ্রাস পাচ্ছে। আর সেই কারণ ডুবতে বসেছে ভারতের কয়লা শিল্প। একই তথ্য দিয়েছে Institute for Energy Economics and Financial Analysis, জানিয়েছে- ভারতের কয়লা রফতানি দ্রুত কমে যাচ্ছে। (http://goo.gl/DxzMHK) অন্যদিকে, ভারতের ইকোনোমিক টাইমস রিপোর্ট করেছে, বাংলাদেশে কয়লা রফতানি করার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে, তাই তারা সেখানে কয়লা রফতানি করতে চায়। (http://goo.gl/9bJmCW) একইভাবে ভারতের বিজনেস পত্রিকা Livemint বলছে- Coal India এর ডাইরেক্টর মার্কেটিং S.N. Prasad জানিয়েছে- “ভারত বাংলাদেশে কয়লা রফতানির চেষ্টা করছে এবং নতুন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টে (রামপাল বিদ্যুৎ কেন্দ্রে) কয়লা সাপ্লা্ই দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। (http://goo.gl/byS7zH) উল্লেখ্য, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাৎসরিক ৩৬ লক্ষ মেট্রিক টন কয়লা প্রয়োজন (http://goo.gl/lS3pHX)। এত বিশাল এমাউন্টের কয়লা রফতানি করতে পারলে যে ভারতের ডুবন্ত কয়লা শিল্প পুনরায় জীবন ফিরে পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728