আইএস এর প্রতিষ্ঠাতা হিলারী: ট্রাম্প
ধরুন আপনার দুইজন শত্রু আছে। হঠাৎ একদিন ঐ দুই শত্রু পরষ্পরের মধ্যে ঝগড়া শুরু করলো। দুইজনের ঝগড়ার দিকে খেয়াল করুন, দেখবেন- তারা একজন অপরজনের অনেক গোপন তথ্য ফাঁস করবে।
আজকে ডোনাল্ড ট্র্যাম্প বলেছে- আইএস হিলারির সৃষ্টি। এবং আইএস সৃষ্টির জন্য হিলারিকে পুরষ্কার দেওয়া উচিত। (http://goo.gl/cuXfJg)
আসলে ডোনাল্ড ট্র্যাম্প ভুল কিছু বলেনি। ঝগড়ার সময় সত্য কথাটা বলে দিয়েছে। আসলে কথিত আইএস নামক সংগঠনটি মার্কিন বৈদেশিক কার্যক্রমের ফসল, আর যেহেতু ৬৯ বছরের বৃদ্ধা হিলারী ক্লিনটন আমেরিকার বিদেশ মন্ত্রী, তাই কথিত আইএস সৃষ্টি যে তার আগ্রাসী বৈদেশিক কার্যক্রমের একটি অংশ তাতে কোন সন্দেহ নাই।
উল্লেখ্য কিছুদিন আগে, উইকিলিকসের জুলিয়াস অ্যাসাঞ্জ তথ্য ফাঁস করে বলেছিলো- “আইএসকে অস্ত্র সরবারহ করার সাথে হিলারী যুক্ত।” (http://goo.gl/GT7ZsO)
এছাড়া আইএস শুরু কিছু আগে আমেরিকান সিনেটর জন ম্যাককেইনের সাথে আইএস’র কেন্দ্রীয় নেতাদের অনেক ঘনিষ্ট ছবি আছে।
(http://goo.gl/5vKTT9)
উল্লেখ্য,
“আইএস আমেরিকার সৃষ্টি, এত স্পষ্ট দলিল থাকার পরও বাংলাদেশীসহ অনেক মুসলমানরা মনে করে আইএস মুসলমানদের কোন সংগঠন। শুধু তাই নয়, এই আইএস অজুহাত দিয়ে খোদ আমেরিকাই বাংলাদেশে এখন সৈন্য প্রবেশ করাতে চাইছে।
আমেরিকার এই মেবলতে হয়-
“আমি অনেক নিলর্জ্জ লোক দেখেছি, কিন্তু আমেরিকার মত এত বেহায়া আর নিলর্জ্জ জাতি দুইটা দেখি নাই।
No comments