৪৭ এর দেশভাগ নিয়ে কিছু কথা
৪৭ এর আগে ভারত উপমহাদেশের মুসলমানরা দুইভাগ হয়েছিলো।
প্রথম ভাগে ছিলো- বর্তমান বাংলাদেশীরা
দ্বিতীয় ভাগে ছিলো- ভারত মুসলমানরা তথা রুপমরা।
বাংলাদেশের মুসলমানরা মানে শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা বলেছিলো- “মুসলমানরা হিন্দুদের সাথে থাকতে পারে না, মুসলমানদের জন্য পৃথক ভূমি দরকার।”
অপরদিকে,
ভারতীয় মুসলিম মানে রুপমদের পূর্বপুরুষরা বলেছিলো- “হিন্দুরা আমাদের ভাই। আমরা হিন্দুদের সাথে একই ছাদের তলে থাকতে চাই।”
কিন্তু সেই থাকাই যেন কাল হলো রুপমদের।রুপমদের পূর্বপুরুষের সেই কৃতকর্মের ফসল এখনও ভোগ করতে হচ্ছে রুপমদের। সকাল-বিকাল নিয়মিত হিন্দুদের পুন্দানি খেয়ে যাচ্ছে তারা।
কিন্তু তারপরও শায়েস্তা হয়নি রুপমদের।
এত পুন্দানি খেয়েও এখন বেকুমের মত বলে যাচ্ছে-
“ভারত মাতা কি জয়। বাঙালী আর পাকিস্তানীরা সব বেঈমান। তারা ভারতকে ভাগ করেছে।”
আসুন আমরা এই সকল রুপমদের জন্য এক মিনিট নিরবতা পালন করি
আর বলি- “ভারত মাতা কি জয়, পুন্দানি কি জয়”।
No comments