Header Ads

ad728
  • Breaking News

    বঙ্গবাহাদুরের মৃত্যু এবং সম্ভাব্য কিছু প্রতিক্রিয়া

    কিছুক্ষণ আগে খবর এসেছে বঙ্গবাহাদুর (!) নামকরণকৃত ভারতীয় হাতিটি মারা গেছে। যেহেতু হাতিটি মারা গেছে, তাই হাতিটির মৃত্যু উপলক্ষে নতুন কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সেই সব সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আমার এ স্ট্যাটাস- ১) কথিত বঙ্গবাহাদুরের মৃত্যুর দিন অর্থাৎ ১৬ই আগস্টকে ভাদাদের জন্য শোকের দিন হিসেবে ঘোষণা করে যেতে পারে। হাতির শোকে সংসদে ১ মিনিট নিরবতা পালন করা যায়। ২) এটা সাধারণ কোন হাতি নয়, এটা বন্ধুরাষ্ট্র থেকে আগত সম্মানি হাতি। তাই যে সকল বনবিভাগ কর্মকর্তা হাতিটিকে বাচাতে পারলো না তাদেরকে বরখাস্ত করা যেতে পারে। পরিবেশ ও বন মন্ত্রীকে বরখাস্ত করলে আরো ভালো হয়। এতে কিছু হলেও বন্ধুরাষ্ট্রের দায় মিটবে। ৩) হাতিটিকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা যেতে পারে। প্রয়োজনের গার্ড অফ অনারও দেয়া যায়। অথবা বিশেষ রাষ্ট্রীয় বিমান করে হাতিটির মরদেহ যদি ভারতে পাঠানো যায় তবে আরো ভালো। ৪) হাতি নিয়ে বিরামহীন নিউজ করার জন্য প্রথম আলো ও বিবিসিকে ‘শ্রেষ্ঠ হাতি’ পুরষ্কারের ভূষিত করা যায়। ৫) যে দু’জন বাংলাদেশী বনবিভাগীয় কর্মকর্তা (তপন কুমার দে ও অসীম মল্লিক) ভারত থেকে পালিয়ে আসা ভীতু হাতিকে ‘বঙ্গবাহাদুর’ উপাধি দিয়েছে, তাদেরকে শ্রেষ্ঠ ‘ভাদা পুরুষ্কার’ দেওয়া যেতে পারে। সাথে স্বপরিবারে থাইল্যান্ড থেকে ঘুরে আসার টিকেট-হোটেল খরচ দিলে আরো ভালো। ৬) হাতিটিকে মমি করে কোন যাদুঘরে রাখা যেতে পারে, যেন প্রতি বছর ১৬ই আগস্ট হাতিটির মমির সামনে পুষ্পস্তবক অর্পণ করা যায়। অথবা হাতিটিকে চন্দন কাঠের চিতায় পুড়িয়ে তার দেহ ভষ্ম (গান্ধী পরিবারের মত) বাংলাদেশের উপরে ছিটিয়ে দেয়া যেতে পারে। ৭) ‘সরকারের গাফেলতির কারণ হাতিটির মৃত্যু’ বিরোধী দলগুলো এটা নিয়ে একটা সরকার বিরোধী আন্দোলনের ডাক দিতে পারে। ৮) “বাংলাদেশে আগমণ করা হাতিটি ছিলো আসলে দেবতা গণেষের প্রতিরূপ। বাংলাদেশ দেবতা গণেষকে হত্যা করেছে ”, এই বক্তব্য দিয়ে ভারতের বিজেপি ও বরজং দল বাংলাদেশ বিরোধী কোন হুমকি দিতে পারে। ৯) “বেছে বেছে সংখ্যালঘু হাতিদের হত্যা করা হচ্ছে” এই শ্লোগানে রানা দাশগুপ্ত প্রেসক্লাবের সামনে কোন মানববন্ধন করতে পারে। ১০) আর যারা হাতি নিয়ে বারং বার খবরে বিরক্ত হয়েছেন, তারা নিশ্চয়ই হাতির মৃত্যু খবর শুনে খুশি হয়েছেন। এই দুষ্টুরা হাতির মৃত্যুর খবরটা ইনজয় করতে ‘দ্য ব্রাদারস গ্রিমসবাই মুভি’র হাতি নিয়ে ভিডিওটা (১৮+) দেখতে পারেন-https://youtu.be/Gmdvirmf3a8 পাঠক, আর কি করা যেতে পারে সেটা নিয়ে আপনাদের মতামতও আশা করছি ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728