১ টি নির্মাণ করতে উচ্ছেদ করানো হচ্ছে ৩ হাজার পরিবারকে
সিলেটের তারাপুর এলাকাবাসী দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তারা এখন নিরুপায়। যে কোন সময় প্রায় ৩ হাজার পরিবারের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে তাদের রাস্তায় বসানো হবে, সামান্য একটু মাথা গোজার ঠাই তাদের দেয়া হবে না। অথচ জমি ক্রয় করে, সরকারকে ট্যাক্স দিয়ে এতদিন নিয়ম শৃঙ্খলা মেনেই তারা বসবাস করে আসছিলেন।
উল্লেখ্য, প্রায় ৪৪৪ একর বা ১৩৩২ বিঘা জমির বাড়িঘর, মসজিদ, মেডিকেল কলেজ, একাধিক স্কুল, ব্যবস্যা প্রতিষ্ঠান ভেঙ্গে মাত্র ১টি মন্দির স্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন সে লক্ষ্যে কাজও শুরু করেছে।
বাংলাদেশে মন্দিরের যায়গার অভাব আছে বলে মনে হয় না। কিন্তু ১টি মাত্র মন্দিরের জন্য ৩ হাজার পরিবারকে পথে বসানো হবে !! এটা কেমন কথা ?
সত্যিই ভাবতে অবাক লাগছে, এটা কি সেই চিরচেনা বাংলাদেশ ???
No comments