Header Ads

ad728
  • Breaking News

    সিলেটের বিশাল এলাকা দখল এবং মিডিয়ার নিরবতা

    সিলেটে বিশাল এলাকা দখল করে নেওয়া হচ্ছে। তারাপুর বাগানস্থ প্রায় ৪৪৪ একর বা ১৩৩২ বিঘা জমির বাড়িঘর, মসজিদ, মেডিকেল কলেজ, একাধিক স্কুল, ব্যবস্যা প্রতিষ্ঠান উচ্ছেদ করে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসকন মন্দির। প্রধান বিচারপতি ইসকন সদস্য এসকে সিনহা রায় দিয়েছে ১৩৩২ বিঘা জমির বাড়িঘর, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ইসকন মন্দির প্রতিষ্ঠা করতে। স্থানীয় জনগণ বাধ্য হয়ে বাড়িঘর, মসজিদ, মেডিকেল কলেজ, ব্যবস্যা প্রতিষ্ঠান বাচাতে নেমেছেন রাস্তায়। কিন্তু দুঃখের বিষয়, একটা ভারতীয় হাতি বাসস্থান হারিয়ে ফেলায় হোমরা-চোমরা মিডিয়াগুলো যতটুকু সহানুভূতি প্রকাশ করেছে, এতগুলো লোক বাস্তুচ্যূত-চাকুরীচ্যূত হলেও তাদের প্রতি নূন্যতম সহানুভূতি প্রকাশ করেনি মিডিয়া। এত বড় বিক্ষোভ সমাবেশ হলেও তা নিয়ে একটা নিউজও করেনি। খবর- http://goo.gl/A6RkNl

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728