হাতির উপাধি যখন “বঙ্গবাহাদুর”
যে দু’জন বাংলাদেশী বন বিভাগ কর্মকর্তা ভারতীয় হাতিটিকে ‘বঙ্গবাহাদুর’ উপাধি দিয়েছে তাদের একজনের নাম তপন কুমার দে, অন্যজনের নাম অসীম মল্লিক।
(http://goo.gl/faWpZ6)
বঙ্গবাহাদুর শব্দের অর্থ ‘যে বাংলার বাহাদুর’। ভারতীয় হাতিটি বাংলাদেশে এসে এমন কি বাহাদুরী করলো যে তাকে ‘বঙ্গবাহাদুর’ নামে ডাকা হবে ? আর যে হাতি নিজ বাসভূমি থেকে পালিয়ে এসেছে সে আবার বাহাদুর হয় কিভাবে ? “যে হাতিগুলো প্রাণ বাচাতে নিজ ভূমি ত্যাগ করেনি তারা কেন বাহাদুর হলো না ? তারা কি দোষ করলো?
এখন আমার প্রশ্ন-
বাংলাদেশী দুই বন কর্মকর্তা (তপন কুমার দে ও অসীম মল্লিক) কার দালালী করে হাতিটির এমন নাম দিলো ? কি তাদের উদ্দেশ্য ??
বলাবাহুল্য-
বাংলাদেশী কেউ ভারতীয় সীমান্তে প্রবেশ করলে তাকে ‘অপরাধী’ বলে ডাকা হয়, গুলি করে হত্যা হয়। অথচ ভারতীয় কেউ অনুপ্রবেশ করলে তাকে যদি ‘বাহাদুর’ উপাধি দেয়া হয়, তবে সেটা হবে সীমান্তে নিহত হাজার হাজার বাংলাদেশীর লাশের সাথে চরম পর্যায়ের ঠাট্টা-মশকরা।’
No comments