Header Ads

ad728
  • Breaking News

    বঙ্গবন্ধুর কিছু কাজ এবং আজকের সেকুলারদের মাথাব্যাথা

    বঙ্গবন্ধু মরে গিয়ে ভালোই করেছেন, তিনি যদি আজ বেচে থাকতেন তবে তাকে অনেক কষ্ট পোহাতে হোতো। যেমন ধরুন- ১) তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মদ ও জুয়ার আসর বন্ধ করেছিলেন, আর্মি মেসগুলোতে মদ খাওয়ার পার্টি নিষিদ্ধ করেছিলেন, বাংলাদেশের অধিকাংশ পতিতালয় বন্ধ করে দিয়েছিলেন। আজকে তিনি যদি এই কাজ করতেন তবে তবে আমি নিশ্চিত, চেতনা ব্যবসায়ীরা তাকে আইএস ট্যাগ দিতো, বলতো- সে শরীয়া রাষ্ট্র কায়েম করছে। ২) বঙ্গবন্ধু মুসলিম দেশের সাথে সম্পর্ক রক্ষার জন্য পাকিস্তানে ওআইসি সম্মেলনে গিয়েছিলেন, পাকিস্তানের নেতাদের সাথে গলায় গলা মিলিয়েছিলেন। আজকে যদি তিনি এই কাজ করতেন, তবে আমি নিশ্চিত- চেতনা ব্যবসায়ীরা তাকে ‘পাকি’ ‘রাজাকার’ ইত্যাদি বলে গালি দিতো। ৩) বঙ্গবন্ধু দেশে ইসলামী কার্যক্রম বৃদ্ধির জন্য ‘ইসলামী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। অনেক ইসলামী দিবসে তিনি বায়তুল মোকাররম থেকে মিছিল বের হলে তিনি সেই মিছিলে অংশ গ্রহণ করতেন। আজকে যদি তিনি এই রকম করতেন, আমি নিশ্চিত চেতনা ব্যবসায়ীরা তাকে ‘ছাগু’ উপাধি দিতো। ৪) বঙ্গবন্ধু সব সময় মুসলমানদের জন্য পৃথক ভূমি চাইতেন। তিনি বলতেন- “আমি বিশ্বাস করি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র না হলে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে না।” আজকে যদি বঙ্গবন্ধু থাকতো, আমি নিশ্চিত চেতনা ব্যবসায়ীরা তাকে এই বক্তব্যের জন্য সাম্প্রদায়িক বলে ছি: ছি: করতো। ৫) বঙ্গবন্ধুর যখন বিয়ে করেন তখন স্ত্রীর বয়স মাত্র ৩ । আজকে যদি তিনি এই কাজ করতেন, তবে চেতনা ব্যবসায়ীরা তাকে ঠিকই জেলে ভরে ছাড়তো। ৬) বঙ্গবন্ধু বাংলাদেশের ভারতীয় সৈন্য রাখতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলো, শত্রু সম্পত্তি প্রত্যার্পন করতে। কিন্তু তিনি সেটা করেননি। বর্তমানে যদি তিনি এভাবে ভারতের স্বার্থের বিরুদ্ধচারণ করতেন, আমি নিশ্চিত তিনি একদিনও ক্ষমতায় টিকে থাকতে পারতেন না, বরং চেতনাব্যবসায়ীরা তাকে আগেই ক্ষমতা থেকে নামিয়ে দিতো। ৭) বঙ্গবন্ধু যুদ্ধের পর নাস্তিক সন্ত্রাসীদের গণহারে দমন করেছিলেন। রক্ষীবাহিনীর ইতিহাস আমাদের সবার জানা । আজকে তিনি যদি এ রকম করতেন, তবে আমি নিশ্চিত চেতানাওয়ালারা তাকে জঙ্গী বলে ঘোষণা করতো। হে বঙ্গবন্ধুর ভন্ড প্রেমিকরা, হে তোষামোদী গোষ্ঠী যদি সত্যিই সত্যিই বঙ্গবন্ধু প্রেম দেখাতে চাও, তবে তার নীতিগুলো অনুসরণ করো। বঙ্গবন্ধুর নীতির বিরুদ্ধে চলবে, আবার বঙ্গবন্ধুর নাম বিক্রি করে খাবে সেটা হবে না। -------------------------------------------- Noyon Chatterjee 2 পেইজটি যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই নতুন পেইজ Noyon Chatterjee 3 খোলা হলো। সবাই লাইক ও see first ও নোটিফিকেশন অন করে সংযুক্ত থাকুন। এবং সব সময় আমার ব্লগ - www.noyonchatterjee.com কে ফলো করুন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728