Header Ads

ad728
  • Breaking News

    কোরবানীর ৩ দিন ছুটি নেই , পূজায় চলছে ছুটি বাড়ানোর পায়তারা

    মুসলমানদের ধর্ম অনুসারে কোরবানীর ঈদ ৩ দিন। এ বছর বাংলাদেশে কোরবানী ঈদ মঙ্গলবার, বুধবার, ও বৃহস্পতিবার। কিন্তু সরকার বৃহস্পতিবার সরকারী ছুটি ঘোষণা করেনি, অথচ ৯৫% মুসলমানের দেশে ভালোভাবে ধর্মীয় উতসব উদযাপনে এই ছুটিটা মুসলমানদের প্রাপ্য ছিলো। ছুটি বড় না হলে এত বড় (জনসংখ্যার ৯৫%) একটি গোষ্ঠীর গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন সত্যিই কষ্টের বিষয়। উল্লেখ্য বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারত কিছুদিন আগে ফারাক্কার পানি ছেড়ে দিয়েছে, এতে শুরু হয়েছে পদ্মার ভাঙ্গন। ফলে দৌলতদিয়ার বেশ কয়েকটি ফেরী ঘাট নদী ভাঙ্গনে তালিয়ে গেছে । এতে দৌলতদিয়া মহাসড়ক দিয়ে যানবাহন যেতে পারছে না, ফলে ঢাকা শহর থেকে বাইরে বের হওয়ার সড়কগুলোতে লেগেছে তীব্র যানজট। এতে ঈদের ছুটি যতটা নির্বিঘ্নে হওয়ার কথা ছিলো ততটা হচ্ছে না। সরকারের উচিত ছিলো ধর্মীয় মত অনুসারে ঈদের দিনগুলোতে ছুটি রাখা। কিন্তু সরকার ১৫ তারিখ ঈদের দিন হওয়া সত্ত্বেও সরকারি ছুটি রাখেনি। এদিকে ঈদের একমাস পরেই হবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা। সরকারের মধ্যে একটি হিন্দুবাদী মহল হিন্দুদের খুশি করার জন্য এবার পূজার ছুটি বৃদ্ধি করতে চাইছে। মাত্র ৩% হিন্দুর জন্য ৯৫% মুসলমানকেও ঘরে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঐ সময় শুধু হিন্দুদের ছুটি দিলেও চলতো, কিন্তু তাদের কথা হচ্ছে না, হিন্দুদের সাথে মুসলমানদের বাধ্যতামূলক পূজায় যেতে হবে। আর এবার পূজার ছুটি বৃদ্ধি করে মুসলমানদের একদিন নয়, সপ্তাহজুড়ে ঘরে বসিয়ে রাখার টার্গেট নিয়েছে সরকারের। উল্লেখ্য ভারত এ বছর মুসলমানদের কোরবানী নিষিদ্ধ করে দিয়েছে, সেখানে বাংলাদেশে হিন্দুদের জামাই আদর করে পূজার ছুটি আরো বৃদ্ধি করার কার্যক্রম শুরু করেছে সরকার। অথচ খোদ ভারতেই দূর্গা পূজা উপলক্ষে সরকারি ছুটি মাত্র ১ দিন। আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি তবে ভারতের থেকেও অধিক হিন্দু রাষ্ট্র হয়ে গেলো ??

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728