Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশের আইন যখন হিন্দুদের জন্য

    সিলেটে মন্দির ভাঙার মামলায় এক মুসলিম যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। (http://www.sylhettoday24.com/news/details/Sylhet/29903) অথচ ধর্মীয় স্থাপনা (মসজিদ/মন্দির) ভাঙার আইন হচ্ছে ২৯৫ ধারা। যার সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড। এ সম্পর্কে দণ্ডবিধি- ধারা:২৯৫। কোন শ্রেণীবিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদশর্নের উদ্দেশ্যে উপানালয়ের ক্ষতিসাধন করা বা অপবিত্র করা: যদি কোন ব্যক্তি জনগনের কোন শ্রেণীর ধর্মের প্রতি অবমাননা করার অভিপ্রায়ে উক্ত শ্রেণীর উপাসনালয় বা উক্ত শ্রেণীর ব্যক্তিবর্গ কতৃর্ক পবিত্র বলে বিবেচিত কোন বস্তু, ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা অপবিত্র করে, তবে উক্ত ব্যক্তি যে কোন বর্ণনার কারাদন্ডে যাহার মেয়াদ দুই বত্সশর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয়দন্ডে দন্ডিত হইবে। (http://bdlaws.minlaw.gov.bd/sections_detail.php…) তারমানে আইন হচ্ছে ২ বছরের কারাদণ্ড, কিন্তু বাংলাদেশে হিন্দুপ্রীতি এতটা কঠিন পর্যায়ে পৌছেছে যে হিন্দু বিরোধীতা করলে ২ বছরের কারাদণ্ড বাড়িয়ে ৫ বছর করা হচ্ছে। পারলে সামনে থেকে হিন্দুদের বিরোধীতা করলে ফাঁসি পর্যন্ত দিতে পারে, যার জন্য কোন দণ্ডবিধির প্রয়োজন নেই। বাংলাদেশের রাষ্ট্রধর্ম দ্রুত চেঞ্জ করে হিন্দুধর্ম করা হোক।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728