গরু সঙ্কট ও এর কারণ
অনেক হাটে গরু সঙ্কট দেখা যাচ্ছে, এর জন্য সরকার দায়ি। তারা কেন হাটের সংখ্যা কমিয়ে আনলো ? হাটের সংখ্যা যদি বেশি থাকতো, তবে হাটগুলোর উপর এত চাপ পড়তো না। দেখা যাচ্ছে, হাটে গরু নেই, কিন্তু ঢাকার প্রবেশমুখগুলোতে হাজার হাজার গরুর ট্রাক জ্যামে আটকা আছে। যদি হাটের সংখ্যা বেশি হত, তবে আগেই পর্যাপ্ত গরু হাটগুলো মজুদ করা সম্ভব ছিলো। শেষ মুহুর্তে গরু ঢাকায় ঢুকিয়ে এত বড় গ্যাঞ্জাম তৈরী হওয়ার জন্য হাটের সংখ্যা হ্রাস করা সবচেয়ে বেশি দায়ী। সরকার ২-৩% হিন্দুর জন্য ঢাকায় ২০০টি পূজা মণ্ডপ দেয়, কিন্তু ৯৫% মুসলমানের জন্য ২০টা গরুর হাট দিতে চায় না।
No comments