Header Ads

ad728
  • Breaking News

    বাংলা ট্রিবিউন নামক ইসলামবিদ্বেষী নিউজ পোর্টালে বিরামহীবভাবে কোরবানীর বিরুদ্ধে লিখা

    বাংলাদেশে কি কোন মুসলিম অ্যাডভোকেট নেই ? যে বাংলা ট্রিবিউন নামক বিভৎস নিউজ পোর্টালটির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে ? বাংলাট্রিবিউন নামক পোর্টালটি বিরামহীবভাবে কোরবানীর বিরুদ্ধে নিউজ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যাচ্ছে, যা সম্পূর্ণ উস্কানিমূলক ও দেশে অরাজকতা লাগার জন্য যথেষ্ট। এ ব্যাপারে মুসলিম আইনজীবিদের দ্রুত এগিয়ে আসতে আহবান করছি। আর যদি কেউ আইনজীবি নাও হন, তবে অর্থ খরচ করে পরিচিত উকিল দিয়ে এদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিন। পোর্টালটির প্রকাশক- কাজী আনিস আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক - জুলফিকার রাসেল সাংবাদিক- সাংবাদিক রাফসানজানি সাংবাদিক -ওমর ফারুক সাংবাদিক - জাকিয়া আহমেদ সাংবাদিক- চৌধুরী আকবর হোসেন ও কলাম লেখক- হারুন উর রশীদ গং এর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়ে সতর্ক করা উচিত এবং প্রয়োজনে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা উচিত। আইনী পদক্ষেপ নেওয়ার সুবিধার্থে পোর্টালটির ঠিকানা দেয়া হলো- এফ আর টাওয়ার, ৮/সি পান্থপথ, শুক্রাবাদ, ঢাকা-১২০৭ | ফোন: ৯১৩৩২০৭, ৯১৩৩২০৮, ফ্যাক্স: ৯১৩৩২৭৮ | মোবাইল: ০১৭৩-০৭৯৪৫২৭, ০১৭৩০৭৯৪৫২৮ ওয়েবলিঙ্ক- http://www.banglatribune.com/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728