ইসকন মন্দির থেকে মুসলমানদের উপর হামলার ঘটনা এবং সিলেটের প্রশাসন
আমাকের নিয়ে প্রতিদিন অনেকে অনেক পোস্ট দেয়। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। কিছু কিছু মুসলমান আছে প্রায় প্রায় বলে- আমি নাকি বাড়িয়ে লিখি। বাংলাদেশে নাকি তেমন কোন ঘটনা ঘটছে না। হিন্দুরা তেমন কিছুই করছে না, মুসলমানরা ভালই আছে। আমার বক্তব্য নাকি সাম্প্রদায়িক উদ্দেশ্যমূলক।
আসলে সত্যিই বলতে কি,
আমি অনেক কিছু একটু আগে বুঝে ফেলি, যেমন ধরুন- আজ থেকে ২ বছর আগে আমি যে কথা বলেছি, এখন অনেকেই বিষয়গুলোর সত্যতা পান। আবার এখন যেগুলো বলছি (যেটা আপনার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে) সেটার সত্যতা হয়ত ২ বছর পর পাবেন।
এই যে সিলেটে এত এত ঘটনা ঘটছে, কেন ঘটছে ? এগুলো এমনি এমনি ঘটছে না, বরং বহু প্ল্যান করেই ঘটানো হচ্ছে, অনেক আগেই সিলেটে আটঘাট বেধে নেমেছে তারা। যার ফল আমরা দেখতে পাচ্ছি- তারাপুরে ৩০ হাজার মুসলিমকে উচ্ছেদ করে মন্দির বানানো হচ্ছে, ইসকন মন্দির থেকে সাধারণ জনতার উপর গুলি ছোড়া হচ্ছে, হিন্দু এসআই বেনু চন্দ্র দাস মসজিদের ভেতর নামাজরত মুসল্লীকে গুলি করে আহত করেছে, কাজলশাহ মসজিদের পাশে মুসলমান তাড়িয়ে ১০ বিঘা জমির দখল নিতে উঠে পড়ে লেগেছে ইসকন, চাবাগানের নিম্নশ্রেনীর হিন্দুদের একত্র করে আন্দোলন তৈরী করছে ইসকন, বিচারবিভাগে গণহারে প্রবেশ করাচ্ছে সিলেটি হিন্দুদের।
এই যে এত ঘটনা, মুসলমানরা কোনঠাসা, তা তো এমনি এমনি নয়। বহুদিন টার্গেট করেই মুসলমানদের কোনঠাসা করা হয়েছি। কিন্তু বেকুব মুসলমানরা শুধু বলেছে, “কোন সমস্যা নাই, কিছুই হচ্ছে না, এসব বাড়াবাড়ি”। আসুন সিএমপি (সিলেটি মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কিছু অংশের নাম দেখি, তাহলেই বুঝতে পারবো, মুসলমান জাতির ঘুমের মাত্রা কতখানি---
১) বাসুদেব ভৌমিক
ডেপুটি পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
২) নরেশ চাকমা
সিনিয়র সহকারি পুলিশ কমিশনার
কোতওয়ালী মডেল থানা, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৩) দেবব্রত সিনহা চৌধুরী
সিনিয়র সহকারি পুলিশ কমিশনার
এয়ারপোর্ট থানা, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৪) ফালগুনী পুরাকায়স্থ
সিনিয়র সহকারি পুলিশ কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৫) বিভুতি ভূষণ ব্যানার্জী
সিনিয়র সহকারি পুলিশ কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৬) রাজীব দাস
সহকারি পুলিশ কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৭) শঙ্কর কুমার দাস
সহকারি পুলিশ কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৮) মৃদুল রঞ্জন দাস
পুলিশ ইন্সপেক্টর
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
৯) সুপাল ত্রিপুরা
পুলিশ ইন্সপেক্টর
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
১০) রঞ্জন কুমার শর্মা
পুলিশ ইন্সপেক্টর
সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
কি বুঝলেন ?? সিলেটীদের কোনঠাসা করা হয়েছে অনেক আগে থেকেই। এখন সিলেটকে ‘শ্রীহট্ট’ বানানোর প্ল্যান বাস্তবায়ন হচ্ছে। অথচ সিলেটিরা এখন ঘুমিয়ে ঘুমিয়ে বলছে- “দূর কিছুই হয় নি, সব ঠিক আছে ।”
সত্যিই, আমি হতবাক।
ছবি : চট্টগ্রাম ইসকন রাধামাধব মন্দিরে ডিআইজি শৈবাল কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য ও নর্থ ডিসি পরিতোষ প্রভু।
No comments