Header Ads

ad728
  • Breaking News

    কোরবানীর হাট নিয়ে প্রশম আলোর চুলকানি

    প্রতি বছরের ন্যায় এবছরও প্রথম আলোর কোরবানীর হাট নিয়ে চুলকানি অব্যাহত রয়েছে। মাঠ যেন ওর বাবার, তাই অবৈধ ঘোষণার দায়িত্ব ওর। বাটপারের জাত প্রথম আলো কোরবানী হাট বসেছে দেখে ঘুম হারাম করেছে, বলছে - ৩ দিন দিনের আগে নাকি হাট বসতে পারবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে হাট কবে বসতে তা খাঃপোঃ প্রথম আলোকে ঠিক করার দায়িত্ব কে দিযেছে ? ওর দায়িত্ব তো সানি লিওনকে নিয়ে নিউজ করা, কোরবানী নিয়ে তার মাথা ব্যথা কেন ?? দেখবেন চোরের বাচ্চা প্রথম আলো কিন্তু মন্দির বানানোর সময় বলে না- ‘এতগুলো মন্দির কেন’, রাস্তা বন্ধ করে মন্দির কেন’, ‘এত এত পূজা কেন ?’ এই সব খবর তারা ছাপে না। আসলে সৃষ্টিকর্তার বিচার সবচেয়ে ভালো। মানুষের সাথে বেঈমানি করে বলেই তো প্রথম আলো’র লতিফুরের বংশধরকে (মেয়ের পর নাতি) একের পর এক তুলে নিচ্ছে সৃষ্টিকর্তা। তাও লতিফুরের হুশ হচ্ছে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের উচিত প্রথম আলো’র নামক চরম ভ্রান্তিমূলক পত্রিকাটিকে চিরতরে বয়কট করা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728