এবার যুগান্তর পত্রিকায় কোরবানির মাংশ নিয়ে উল্টাপাল্টা নিউজ
এবার ক্ষেপেছে খাঃপোঃ মিডিয়া যুগান্তর। মদ দিয়ে বাংলাদেশে মানুষ মারছে তাতে দোষ নাই, দোষ শুধু কোরবানির মাংশে।
কোরবানীর ঈদের আগে কোথা থেকে উড়ো খবর নিয়ে এসেছে গরু, খাসী আর ভেড়ার মাংশ খেলে নাকি ক্যান্সার হয়, বলছে ইসকনের মত ভেজিটেরিয়ান থাকতে।
অথচ ড. উইলেট’র যে গবেষণা তারা উল্লেখ করেছে, সেখানেই লেখা আছে- “নিয়মিত লাল মাংস আহার করেন তাদের মধ্যে ধূমপান, মদ্যপানসহ নানা বদভ্যাস গড়ে ওঠে। এতে বেড়ে যায় হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি।” অর্থাৎ দোষটা লাল মাংশের নয়, বরং ধুমপান ও মদ্যপানের। আর যুগান্তরের যমুনা গ্রুপ বাংলার মানুষকে সেই মদ বিশেষ সরবরাহ করে থাকে।
বলাবাহুল্য পূজার সময় প্রত্যেক মণ্ডপে মণ্ডপে ভরপেট মদ খাওয়ানো হয়, কিন্তু তখন কোন মিডিয়া খবর করে না- “মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”
যাই হোক, ঈদের আগে ইসকনের থেকে বখশিস নিতে এই খবরটা না করলেও পারতো খাঃপোঃ যুগান্তর।
খবরের লিঙ্ক- http://goo.gl/YncKzT
No comments