Header Ads

ad728
  • Breaking News

    মুসলিম আইনে মোদীর হাত

    তিন তালাকের আইন মুসলমানদের ধর্মীয়গ্রন্থ কোরআন দ্বারা নির্ধারিত। মোদি এখন মুসলিম আইনে হাত দিয়েছে। সে বলছে- এ আইনের মাধ্যমে মুসলিম নারীদের অধিকার ক্ষুন্ন হয়। তারমানে কোরআনের থেকে মোদি আরো বেশি বুঝে ?? (http://bit.ly/2eElBKO)
    বলাবাহুল্য অযথাই মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে নাড়াচাড়া করছে মোদি। অথচ হিন্দু নারীরা এখনও চরম লাঞ্চিত। হিন্দু আইন অনুসারে নারীরা এখনও সম্পত্তির মালিকানা পায় না। ভারতের অনেক এলাকায় নারীদের মন্দিরের সেবাদাসী হিসেবে ব্যবহার করা হয়। ভারতের নষ্ট হওয়ার ভ্রুণের অধিকাংশ ভ্রুণ হচ্ছে নারী ভ্রুণ। হিন্দু আইন অনুসারে বিয়ের পর তালাক হয় না। অথচ অনেক ক্ষেত্রে ডিভোর্স একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাড়ায়। অধিকাংশ মন্দিরের মূর্তি হচ্ছে নগ্ন, অশ্লীল ও হিংস্র নারীদেহ, যা নারীদের অধিকার ক্ষুন্ন করার সামিল।
    এই হিন্দু ধর্মে নারীদের করূণ অবস্থার রূপ, সেখানে কোরআনের এত সুন্দর বিধানে হাত দেয় কিভাবে হিন্দুরা ?? সারা বিশ্বের মুসলমানরা কি কোরআন বিশ্বাস করে না ?? যদি করেই থাকে, তবে এ ইস্যুতে সবাই চুপ কেন ???

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728