Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশ ভারতেরটা খেয়ে বেচে থাকে নাকি ভারত বাংলাদেশেরটা ?

    অনেক ভারতীয় ও হিন্দু বোকার মত বলে- বাংলাদেশ নাকি ভারতেরটা খেয়ে বেচে থাকে। অনেকে আবার বাংলাদেশকে ব্যঙ্গ করে কাংলাদেশীও বলে। তারা বোকার মত যেটাই বলুক, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসার মধ্য দিয়ে একটি বিষয় প্রকাশিত হয়েছে, সেটা হলো- বাংলাদেশের কাছে ভারত প্রত্যাশিত নয়, বরং ভারতের কাছে বাংলাদেশ চরম-পরম প্রত্যাশিত একটি বস্তু। এমনকি বাংলাদেশ না হলে ভারতের চলেই না।
    বাংলাদেশ যদি ভারতের উপর নির্ভরশীল-ই হতো, তবে চীনের ইনভেস্টে ভারতীয়দের কষ্ট পাওয়ার কারণ কি ? তাদের তো আরো খুশি হওয়ার কথা। চীন বাংলাদেশে ২৪ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, এটা দেখে তো তাদের বলা উচিত- যাক বাংলাদেশের বোঝাটা তাদের ঘাড়ের উপর থেকে নেমেছে। কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে, বাংলাদেশে চীন আসায় তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এ থেকে স্পষ্ট বাংলাদেশ হচ্ছে ভারতের কাছে সোনার ডিম পাড়ার হাঁস।
    আজকে নরেন্দ্র মোদি টুইটটাই খেয়াল করুণ- “শেখ হাসিনা আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত”। তারমানে বাংলাদেশীদের চাকরগিরি করে ভারতীয়রা সম্মানিত হয়। মোদির টুইটের পর আর কারো সন্দেহ চেপে রাখার দরকার নাই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728