Header Ads

ad728
  • Breaking News

    স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখা কঠিন

    আজ বাংলাদেশের বিজয় দিবস, ৪৫ বছর পূর্বে এ দিনে বিজয় লাভ করেছিলো দেশটি।
    কথায় বলে- স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখা নাকি কঠিন।
    যে স্বাধীনতা অর্জন হয়েছিলো বহু মানুষের রক্তের বিনিময়ে, এখন সেই স্বাধীনতা নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে চেতনাধারীদের হাতে।
    আজকে স্বাধীনতা মানে দাড়ি-টুপিকে হেয় করা,
    আজকে স্বাধীনতা মানে ‘আ’ অক্ষরের রাজনৈতিক দলের স্ট্যান্ডবাজি
    আজকে স্বাধীনতা মানে মুসলমানদের দমন করে গেরুয়া সন্ত্রাস প্রতিষ্ঠা
    আজকে স্বাধীনতা মানে বাংলাদেশীদের অন্ন কেড়ে ভারতের হাতে তুলে দেয়া।
    আজকে স্বাধীনতা মানে প্রেমিকাকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন,
    আজকে স্বাধীনতা মানে সেলফি পাগলের সেলফি বাজি।
    আবারও বলছি, যারা আজকে স্বাধীনতার লেবাস গায়ে জড়িয়ে রেখেছে, তারা আদৌ স্বাধীনতা রক্ষাকারীদের কেউ নয়, বরং স্বাধীনতাকে বিকিয়ে দেয়ার দল। স্বাধীনতা রক্ষা করার জন্য নতুন এক প্রজন্মের প্রয়োজন, যারা উপরের দোষত্রুটি থেকে মুক্ত হবে, যারা বাস্তব জ্ঞান সম্মত হবে, দেশ ও জাতির জন্য এগিয়ে আসবে। অরক্ষিত স্বাধীনতা এখন সেই প্রজন্মকেই খুজছে......


    বি: দ্র: নয়ন-৪ আপাতত আনপাবলিশ আছে, এখন নয়ন-৫ (https://www.facebook.com/Noyon-chatterjee-5-249163178818686/?pnref=story) এ লিখবো। দেশের বাইরে আছি অনেক দিন ধরে, আরো সময় থাকার ইচ্ছে। ঠিক কতদিন থাববো তাও বলতে পারছি না। এখানে লেখার সময় খুব কম পাই। সম্ভবত কয়েকদিন পর অন্য কন্টিনেন্টে চলে যাবো বিশেষ প্রয়োজনে। তবে লিখবো, এটা নিশ্চিত। আপনারা সাথে থাকবেন বলেই আশা করছি। মনে রাখবেন, নয়নের সবয়েচে বড় শক্তি আপনারা, মানে পাঠক শ্রেণী, তাই নয়নের সাথেই থাকুন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728