Header Ads

ad728
  • Breaking News

    দুর্নীতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান...

    গত কয়েকদিন আগে একটা খবর সবার চোখে পড়ার কথা। খবরের হেডিং ছিলো-
    “ঢাকা-পায়রা রেলপথ নির্মাণ করবে ভুঁইফোড় ব্রিটিশ কোম্পানি ডিপি রেল” (link-http://bit.ly/2ipvxJw)

    খবরটি পড়ে জানতে পারি-
    ১) ঢাকা-পায়রা ২৪০ কিলোমিটার রেলপথ নির্মাণ একটি বিরাট প্রজেক্ট, যার খরচ ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা ।
    ২) সরকার ব্রিটিশ কোম্পানি ডিপি রেল নামক একটি কোম্পানির সাথে চু্ক্তিবদ্ধ হয়েছে, অথচ ডিপি রেল একটি ভুইভোর কোম্পানি ।
    ৩) স্বাভাবিক খরচের থেকে ১০ গুনের বেশি খরচ দেখানো হচ্ছে।

    খবরটি পড়ে খুব স্বাভাবিকভাবে অনুধাবন করা যায়, বিরাট টাকা লুটপাটের জন্য এমন একটি ভূইভোড় কোম্পানিকে চয়েস করা হয়েছে, যেন লুটেরাদের ভাগে বেশি টাকা থাকে। তবে একটা প্রশ্ন সবার মনেই জাগবে, “এতটাকা যাবে কোথায় ?” এত টাকা কে লুটে খাবে ? রেলমন্ত্রী মুজিবুল হক নিবে ? নাকি লুটের সিংহভাগ প্রধানমন্ত্রী ও তার স্বজনদের এ্যাকাউন্টে ঢুকবে ??
    সারা বিশ্বে কোন সরকারের বিরুদ্ধে এত বড় দুর্নীতির খবর প্রকাশিত হলে এতক্ষণে সে পদত্যাগে বাধ্য হতো। কিন্তু দুঃখের বিষয়- বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই স্ক্যান্ডাল গায়েই মাখেন না। শুনেছিলাম, শেখ হাসিনা অনেক আগে বলেছিলো- বাংলাদেশে আইন করে নাকি দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব নয়। আমার কথা হচ্ছে- দুর্নীতি যদি বন্ধ না করা সম্ভব হয়, তবে শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসেবে থাকার যোগ্যতাই রাখেন না। তার দেশ চালানোর যোগ্যতাই তার নেই, যদি থাকতো- তবে এমন কথা বলতেন না। আসলে শর্ষের মধ্যেই ভুত আছে।
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করবো-
    যদি নিজে শুদ্ধ হন, তবে দুর্নীতি অবশ্যই বন্ধ করতে পারবেন। আর যদি নিজেই লুটপাটের ভাগিদার হোন, তবে সেই দুর্নীতি কখনই বন্ধ করা সম্ভব নয়। দয়া করে ক্ষমা দিন, জনগনের টাকা লুটে খাওয়া বন্ধ করুন। অনেক হয়েছে, অনেক।
    -----------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728