Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে নিউইয়র্ক টাইমের রিপোর্টের ভুলসমূহ….


    ভুল-১: খবরটা টেক্সট বুক চেঞ্জ এর ব্যাপারে। অথচ ছবি ব্যবহার করা হয়েছে কওমী মাদ্রাসা ছাত্রদের, যদিও কওমী মাদ্রাসা কিন্তু টেক্সট বুক পড়ানো হয় না। তারমানে রিপোর্টকারী উদ্দেশ্য অযথাই সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করা ।

    ভুল-২: বলা হয়েছে- ও‘তে শেখানো হয়েছে ওড়না, যা ধর্মপ্রাণ মুসলিম মেয়েরা বয়প্রাপ্তির সাথে পরে থাকে। নিউইয়র্ক টাইমের এই তত্ত্ব সম্পূর্ণ ভুল ও সাম্প্রদায়িক ও যৌন উদ্দেশ্যমূলক। কারণ ওড়না এ অঞ্চলের মানুষের আঞ্চলিক পোষাক, ভারত উপমহাদেশে ছোট-বড়, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সব মেয়েই ওড়না পড়ে থাকে, শুধু ধর্মপ্রাণ মুসলিম মেয়েরা পড়ে থাকে, এই তত্ত্ব শুধু ভুল নয়, বরং বাংলাদেশের ঐতিহ্য বিরোধী।

    ভুল-৩: হেডিং এ বলা হয়েছে এ পরিবর্তণ সেক্যুলারদের জন্য সমস্যা, অথচ ভেতরে বলা হলো এটা intellectuals দের কথা। হেডিং এর সাথে ভেতরের কোন মিল নাই।

    ভুল-৪: এরপর বলা হয়েছে- এ ধরনের পরির্তন মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে। আজব ! ট্র্যাম্পের মত দুনিয়া জোরা নিকৃষ্ট সাম্প্রদায়িক লোককে প্রেসিডেন্ট বানিয়ে আমেরিকা উদ্বিগ্ন হচ্ছে না, আর বাংলাদেশে পাঠ্যবই ১৭টা গল্প-কবিতা চেঞ্জ করায় আমেরিকা উদ্বিগ্ন হয়ে গেলো?

    এই সাম্প্রদায়িক উস্কানিমূলক রিপোর্টটি করার জন্য মার্কিন ও ভারতপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত। আমেরিকা বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানকে মিথ্যা কথা বলে মেরে ফেললে সাম্প্রদায়িকতা হয় না, ট্রাম্পের মত বিশ্বসন্ত্রাসী প্রেসিডেন্ট হলে সাম্প্রদায়িকতা হয় না, মোদির মত গুজরাটের কসাই ভারতের প্রধানমন্ত্রী হলে সাম্প্রদায়িকতা হয় না, গরুর গোশতের জন্য মুসলমানদের পিটিয়ে মারলে সাম্প্রদায়িকতা হয় না, কিন্তু বাংলাদেশে ১৭টা গল্প-কবিতা ফিরিয়ে আনা হলে সাম্প্রদায়িকতা হয়ে যায় ? সত্যিই আশ্চর্য এক দুনিয়ায় বাস করছি আমরা।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728