Header Ads

ad728
  • Breaking News

    নিউইয়র্ক টাইমসে বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে রিপোর্টটি যারা করেছে তাদের পরিচয় জানেন কি?


    গত ২২ জানুয়ারি নিউইয়র্ক টাইমস বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে একটা রিপোর্ট করেছে। রিপোর্টের শিরোনাম- To Secular Bangladeshis, Textbook Changes Are a Harbinger (http://nyti.ms/2j5WPEu)

    রিপোর্টে কি আছে আমি সে দিকে যাবো না, তবে রিপোর্টকারী হিসেবে দু‘জন সাংবাদিকের নাম নিচে দেখা যাচ্ছে-

    প্রথমজন- এলেন বেরী, নিউইয়র্ক টাইমসের দিল্লী অফিস প্রধান, যে কিনা দিল্লী থেকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ইস্যুতেও লেখালেখি করতে অন্য সাংবাদিকদের উৎসাহিত করেছিলো (http://nyti.ms/2kdqqOf)।

    দ্বিতীয়জন জুলফিকার আলী মানিক। যে নিউইয়র্ক টাইমসের আগে ডেইলি স্টার ও বাংলাট্রিবিউনেরও কাজ করেছে। তার ফেসবুক প্রফাইলে ঢুকলেই বুঝবেন সে কোন দেশে নিয়মিত যাতায়াত করে। এমনকি এক স্ট্যাটাসে সে এমনও লিখেছে- নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে খুব ভালো কাজ করেছে, বাংলাদেশ সরকারেরও উচিত ভারতের অনুসরণ করে নোট বাতিল করা। (http://bit.ly/2jYdRc5)

    খুব শিঘ্রই টাইমের রিপোর্টটির বিষয়বস্তু নিয়ে লিখবো, অপেক্ষা করুণ।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728