Header Ads

ad728
  • Breaking News

    প্রত্যেক দেশের সরকার নিজ দেশের স্বার্থ বিবেচনা করে বিভিন্ন টিভি চ্যানেল নিষিদ্ধ করে

    পাকিস্তান নিজ দেশে ভারতের সমস্ত টিভি ও রেডিও চ্যানেল নিষিদ্ধ করেছে
    নেপাল নিজ দেশে ভারতের সমস্ত টিভি চ্যানেল নিষিদ্ধ করেছে
    ভুটানও নিজ দেশে ভারতের বিভিন্ন ক্ষতিকারক চ্যানেলগুলো ব্লক করে দিচ্ছে

    আবার ভারতও অবস্থা বিবেচনা করে বিভিন্ন দেশের টিভি চ্যালেন নিষিদ্ধ করেছে। যেমন-
    ১) পাকিস্তানের কিউটিভি
    ২) দুবাইয়ের পিস টিভি
    ৩) সউদী আরবের সউদী টিভি
    ৪) পাকিস্তানের মাদানী টিভি
    ৫) টিভি মালদ্বীপ
    ৬) আফগানিস্তানের এআরওয়াই টিভি
    ৭) পাকিস্তানের পিটিভি
    ৮) পাকিস্তানের পিটিভি হোম
    ৯) পাকিস্তানের জিও টিভি
    ১০) পাকিস্তানের পিটিভি ওয়ার্ল্ড
    ১১) পাকিস্তানের ডন নিউজ
    ১২) পাকিস্তানের এক্সপ্রেস নিউজ
    ১৩) পাকিস্তানের কোয়াট নিউজ
    ১৪) পাকিস্তানের নূর টিভি
    ১৫) পাকিস্তানের হাদি টিভি
    ১৬) পাকিস্তানের আজ টিভি
    ১৭) পাকিস্তানের এবিটক
    ১৮) বাংলাদেশের এনটিভি
    ১৯) এক্সওয়াইজেড টিভি
    ২০) পাকিস্তানের ফিলম্যাক্স টিভি
    ২১) পাকিস্তানের এসটিভি
    ২২) নেপালের কান্তিপুর
    ২৩) ব্রিটেনের আহমদীয়া চ্যানেল
    ২৪) ভুটানের বিবিএস টিভি
    ২৫) নেপালের নেপাল টিভি

    তারমানে দেখা যাচ্ছে, প্রত্যেক দেশের সরকার নিজ দেশের স্বার্থ বিবেচনা করে বিভিন্ন টিভি চ্যানেল নিষিদ্ধ করে এবং এটা অনেক দেশেই এখন স্বাভাবিক। অথচ ভারতীয় টিভি চ্যানেলে প্রভাবে বাংলাদেশে-
    ১) সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে
    ২) যৌথ পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে
    ৩) স্বামী-স্ত্রী পরষ্পরের প্রতি সন্দেহ প্রবণ হয়ে ডিভোর্স দিচ্ছে
    ৪) বউ-শাশুড়ী লাগিয়ে দিচ্ছে
    ৫) মানুষ আফিমের মত আসক্ত হয়ে পড়ছে
    ৬) আত্মহত্যা করছে
    ৭) ঘরে ঘরে অশান্তি তৈরী করছে
    ৮) মুসলমানরা হিন্দুয়ানীয় পূজা পার্বন শিখছে

    অথচ এতকিছুর পরও বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করা হচ্ছে না, আওয়ামী সরকার দোহাই দিচ্ছে- এর মাধ্যমে নাকি ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। কিন্তু পুরো বাংলাদেশে যেখানে ধ্বংষ হয়ে যাচ্ছে সেটা দেখার কেউ নেই, ভারত-বাংলাদেশ সম্পর্কটাই আসল ??

    আগামী রবিবার তিন ভারতীয় টিভি চ্যানেল করা হবে কি না হবে সেটা নিয়ে চূড়ান্ত রায় দিবে হাইকোর্ট। সবাই একযোগে আওয়াজ তুলুন ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করার জন্য। সবাই হাইকোর্ট প্রাঙ্গনে হাজির হোন, ঘেরাও করুন। একযোগে বলুন- আমরা চাই আমাদের পরিবার-সন্তান টিকে থাকুক, বন্ধ হোক এই সব কুসংষ্কৃতি।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।


    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728