Header Ads

ad728
  • Breaking News

    টিভি চ্যানেল নিষিদ্ধ চেয়ে রিট খারিজ হওয়া প্রসঙ্গ যে ভুলটি গুরুত্বপূর্ণ.....


    জনস্বার্থের কথা বিবেচনা করে দেশের যে কোন সিস্টেমের পক্ষে বা বিপক্ষে উচ্চ আদালত থেকে আদেশ দিতে পারে বিচারকরা। এটাকে বলে সুয়োমটো। পাখি ড্রেস বা কিরনমালা সিরিয়ালের কারণে সংবাদপত্রে প্রকাশিত মৃত্যুর সংখ্যা ২০ এর উপরে। এক্ষেত্রে বিচারকদের উচিত ছিলো জনস্বার্থে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করতে আদেশ দেয়া। কিন্তু সেটা তারা দেয়নি এমনকি রিট আবেদনটিকেও নাকচ করে দিয়েছে। তবে জনগণেরও এখানে ভুল কম নয়। যেমন ধরুন- যদি ২০টি মৃত্যুর জন্য যদি নিম্ন আদালতে ২০টি ক্ষতিপূরণ মামলা হতো, অর্থাৎ পাখি বা কিরনমালা সিরিয়ালের কারণে প্রত্যেক প্রাণহানীর জন্য ১০০কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা হতো, কিংবা টিভি সিরিয়ালের কারণে ঘরে ঘরে মারামারি, ডিভোর্স এর জন্য ক্ষতিপূরণ মামলা হতে পারতো। ক্ষতিপূরণ চাওয়া হতো ভারতীয় টিভি চ্যানেল আমদানীকারী প্রতিষ্ঠান মেয়র আনিসুলের যাদু ব্রডব্যান্ড এবং তথ্যমন্ত্রী ইনুর কাছে থেকে। এভাবে সারা বাংলাদেশের নিম্ন আদালতগুলো থেকে যদি শতাধিক মামলা করা যেতো, তবে আজকে হাইকোর্টে রিট আবেদনটির গ্রহণযোগ্যতা অনেক বেশি হতো। কিন্তু পাবলিক রেসপন্স খুব কম। পাবলিক যেমন আন্দোলন করতে চায় না, ঠিক তেমনি সিরিয়ালের কারণে ক্ষতিগ্রস্তরা মামলা করতেও চায় না। কিন্তু এখন সেটার কথা চিন্তা করতে হবে। যারা টিভি সিরিয়ালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিম্ন আদালতে হাজির হয়ে ক্ষতিপূরণ মামলা করতে হবে।
    হয়ত খুব শিঘ্রই আজকের রায়ের বিরুদ্ধে আপিল হবে। সুতরাং আপনাদের থেমে থাকলে চলবে না, আন্দোলন বন্ধ নয়, বরং জোরদার করতে হবে। জেলায় জেলায় ক্ষতিপূরণ মামলা দায়ের, জেলায় জেলায় আন্দোলন-মিছিল-মানববন্ধন-প্রেস কনফারেন্স করতে হবে। সবাই একত্রিত হলে কোন কিছুই অসম্ভব নয়, বাংলাদেশে সবই সম্ভব ।
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728